পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وان موالا ”.. - برس - تیر ماه ۰ - تیره- میده করান । মহীশূরের রাজার৷ এ মন্দির প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩• . هیچ موسیه ۶ی ه ۳ برای سه بعیته همه [ ২৩শ ভাগ, ২য় খণ্ড S S S S SMSSSMAAA AAAA AAAA S S S AAAA S S AAAAA AAAAeSAM AMMAS SSASAS SS SAAAAAA SAAAAAMAAAA টির আরও অনেক সংস্কার ছেন । বৰ্ত্তমানে পৰ্ব্বতে করিবার সোপানাবলীতে আলোক সংযোগ করা হইয়াছে । সোপান সাহায্যে পৰ্ব্বতে উঠিবর মধ্যপথে একটি বিশাল খোদিত বৃষমূৰ্ত্তি আছে। সপ্তদশ শতাব্দীতে দৈাদ দেবরাজ এই বৃষটি নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । এই মন্দিরে কালীমূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে এবং প্রাচীনকালে এখানে নরবলি দেওয়া হইত। মেলকোট—সংস্কারক রামাতুঙ্গাচাৰ্য্য চোল-রাজগণ কর্তৃক নিপীড়িত হইয়৷ এই স্থানে আশ্রয় গ্রহণ করেন। তিনি এখানে চতুর্দশ বর্ষ কাল বাস করেন। মৃতরাং এটি বৈষ্ণবদের একটি প্রসিদ্ধ তীর্থ। মুসলমান আক্রমণকারীগণ এথানকার মন্দিরের অনেক অংশ ধ্বংস করিয়াছে। রামানুজ কতিপয় নিম্নশ্রেণীর লোকের সাহায্যে দিল্লী হইতে শ্ৰীকৃষ্ণের অপহৃত মূৰ্ত্তি উদ্ধার করেন। সেই কারণে প্রতিবৎসর একদিন সেই শ্রেণীর লোকে বা মন্দিবে প্রবেশ করিবার অনুমতি পায়।: আরোহণ বৈদ্যুতিক বাবুদান পীঠ—এখানকার গুহাটি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই তীর্থস্থান। চীকুমাগালুর হইতে কয়েক মাইল দূরে এই গুহাটি অবস্থিত। মুসলমানদের বিশ্বাস যে বাবুদান নামক একজন কালীনদরের এখানে সমাধি হইয়াছিল, সেই কারণে ইহ। তাহাদের তীর্থস্থান । হিন্দুর বলে যে এখানে দণ্ডাত্ৰেয়ের সিংহাসন আছে, কাজেই ইহ। একটি হিন্দুতীর্থ । এখানে উভয় সম্প্রদায়েরই অনেক যাত্রী প্রতিবৎসর আগমন করে । গুহাটি বৰ্ত্তমানে মুসলমানদের তত্ত্বাবধানে আছে । শিবগঙ্গা–ব্যাঙ্গালোর জেলার অন্তর্গত শিবগঙ্গা পৰ্ব্বতে প্রতিবৎসরেই অনেক তীর্থযাত্রীর সমাগম হয়। প্রবাদ যে এই পৰ্ব্বতে উঠিবার যতটি সোপান আছে এই স্থান হইতে কাশী তত যোজন দূরে অবস্থিত। করাইয়া- :-": শিবগঙ্গা পাহাড় হইতে চামুণ্ডীব দৃষ্ঠ 'এই পৰ্ব্বত প্রদক্ষিণ করার নাম কাশী দর্শন। প্রবাদ যে এই পৰ্ব্বত প্রদক্ষিণ করিলে কাশী তীর্থ দৰ্শন করার পূণ্য অজিত হয়। তীর্থহল্লী—এই স্থানটি মালনাদ জেলায় অবস্থিত । প্রতি বৎসর স্নানযাত্রা উপলক্ষে এখানে অনেক যাত্রীর সমাগম হয় । কথিত আছে যে এখানে স্নান করিয়া পরশুরাম সকল পাপ হইতে মুক্ত হইয়াছিলেন । চিতলদ্রগ— এই স্থানটি লিঙ্গায়ুতদিগের একটি প্রসিদ্ধ তীর্থ। মহীশূর রাজ্যে অনেক লিঙ্গায়তের বাস —সুতরাং ইহা একটি প্রধান তীর্থরূপে পরিগণিত হয় । লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রধান গুরু এখানকার মঠে বাস করেন । তদ্ব্যতীত মহীশূর রাজ্যে আরও কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র তীর্থস্থান আছে। স্থানাভাবে সকল গুলির বিবরণ প্রদান কর। সম্ভবপব হইল না । তীর্থস্থানগুলি পরিদর্শনের জন্য মহীশূরের রাজার মুজরাই বিভাগে অনেক কৰ্ম্মচারী আছেন । তাহারণ সমস্ত মন্দিরাদি সম্বন্ধে অভাব অভিযোগ শ্রবণাস্তে রাজ-দরবারে পেশ করেন। মহীশূরের রাজ-সরকার তীর্থস্থানগুলি সংরক্ষণের নিমিত্ত যথেষ্ট অর্থ ব্যয় করেন। শ্ৰী প্রভাত সান্যাল .