পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা তাহা । や》為 কর ও আমার আজ্ঞা মান্য কর”। ৯। তাহারা বলিল “যে পাস্ত (ন। ) মুসা আমাদের নিকটে ফিরিয়া আইসে সে পর্য্যন্ত আমরা ইহার নিকটে সাধনানুসারে নিরস্তুর বাস করিব” । ৯২ । সে (মুসা) বলিল “ছে হারুণ, যখন তুমি তাহাদিগকে বিপথগামী হুইল দেখিলে তখন আমার অনুসরণ করিতে কিসে তোমাকে নিবৃত্ত করিল, অনস্তর তুমি আমার আজ্ঞা অমান্য করিয়াছ” * । ৯৩ + ৯৪। সে বলিল “হে আমার মাতৃনন্দন, তুমি আমার কেশ ও ক্লামার শ্মশ্র ধরিও না, নিশ্চয় আমি শঙ্কা করিয়াছিলাম যে তুমি বলিবে যে তুমি বনিএস্রায়িলের মধ্যে বিচ্ছেদ আনয়ন করিয়াছ এবং আমার কথা পালন কর নাই” । ৯৫ । সে (মুসা ) বলিল “ছে সামরি, অনন্তর তোমার কি অবস্থা”? ৯৬ । সে বলিল “আমি তাহ। দেখিয়াছি যাহা তাহার দেখে নাই,অনন্তর আমি প্রেরিত পুরুষের ( অশ্বের ) পদাঙ্কের এক মুষ্টি মৃত্তিক গ্রহণ করশাস্তর উহাতে ( গোবৎসে ) নিক্ষেপ করিয়াছি এবং এইরূপে আমার চিত্ত আমাকে উৎকৃষ্ট দেখাইয়াছে শী । ৯৭। সে বলিল “অনস্তর তুমি চলিয়া ষাও, অবশেষে নিশ্চয় জীবদ্দশাতে তোমার জন্য (শাস্তি এই যে ) তুমি বলিবে “অস্পৃশ্য” এবং নিশ্চয় তোমার জন্য এক অঙ্গীকার আছে, তাছার অন্যথা হইবে না, ও তোমার সেই উপাস্যের প্রতি দৃষ্টি কর যাহার নিকটে তুমি সাধকের ভাবে বাস করিয়াছিলে, অবশ্য আমি তাহাকে দগ্ধ করিব,

  • মুসা পৰ্ব্বত হইতে ফিরিয়া আসিয়া প্রথমতঃ লোকদিগকে ভৎসন। করেন, পরে স্বীয় ভ্রাতা হারুণের নিকটে আসিয়া মহাক্রোধে এক হস্তে ভাকার । কেশ অপর হস্তে শ্মশ্র ধরিয়া টানিতে থাকেন ও অমুযোগ করেন । ( অ, হে, )

t এস্থলে প্রেরিত পুরুষ জেব্ৰিল । . -