পাতা:রেণু - প্রিয়ম্বদা দেবী.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রেণু।



শরতে প্রকৃতি।

আজ তুমি স্নেহময়ী মায়ের মতন,
প্রশান্ত নিমেষ-হীন সুনীল গগন
স্নেহ দৃষ্টিভরা, স্বচ্ছ তটিনীর জলে,
তব স্তন-সুধা ধারা উছলিয়া চলে
ঘুচাতে বিশ্বের তৃষা; অঞ্চল তোমার
পরিপূর্ণ পক্ক শস্যে, ক্ষুধিত ধরার
চিরশান্তি তৃপ্তিভরা; তপন কিরণে,
সুশীতল ধীর বাহি তব সমীরণে,
আসিছে ভাসিয়া স্নিগ্ধ স্পর্শ সুকোমল,
নিদ্রার আবেশ ভরা; ব্যথিত বিহ্বল
সকল ধরারে যেন আজ নিতে চাও
গভীর-বিরাম-স্তব্ধ নিজ বক্ষোমাঝে,
ভুলায়ে সকল তাই ডেকে লয়ে যাও
যেথা নীলাকাশ যেথা তপন বিরাজে।

১৮