পাতা:রেণু - প্রিয়ম্বদা দেবী.pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রেণু।



প্রেমের ঈর্ষা।

গভীর নিশীথে বন্ধু, এস মোর ঘরে;
বিশ্ব যবে সুপ্তিভারে নিষ্পন্দ নীরব
জনহীন রাজপথ, যবে ক্ষণতরে
নিরুদ্ধ বিপণি-মালা, নিস্তদ্ধ উৎসব!
গবাক্ষে নয়ন নাই, পান্থ বধূগণ
মুগ্ধনেত্রে বার বার না চাহে ফিরিয়া
হেরি ও সুন্দর মুখ; পরিচিত জন
পথে যেতে অকস্মাৎ তোমারে হেরিয়া
নাহি ভাবে মহাসুখে আজি সুপ্রভাত!
আমার দুয়ার দেশে জাগ্রত প্রহরী
চকিতে দাঁড়ায় দূরে জুড়ি দুটিহাত
নোমাইয়া শির। আমি দেব প্রাণ ভরি
সব সুখ সব হাসি সকল সম্মান
তোমারে হেরিবে শুধু আমার নয়ান।

৬০