পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७७8 কৌরাণ শরিক । কিছু ভয় প্রদর্শন করা হয় বধির লোকেরা (সেই) ধ্বনি শুনিতে পায় না । ৪৫ । এবং তোমার প্রতিপালকের কিঞ্চিৎ শাস্তি তাহাদিগকে স্পর্শ করিলে নিশ্চয় তাহার। বলিবে “হায়! আমাদের প্রতি আক্ষেপ, একান্তই আমরা অত্যাচারী ছিলাম”। ৪৬ । এবং কেয়ামতের দিনে আমি ন্যায়ের তুলযন্ত্র স্থাপন করিব, তখন কোন ব্যক্তি কিছুই অত্যাচাৱগ্রস্ত হইবে না, এবং সর্ষপক্ষণিক পরিমাণ ( অনুষ্ঠান ) হইলেও আমি তাছা জানয়ন করিব, আমি যথেষ্ট্র হিসাব কারী * । ৪৭ । এবং সত্য সত্যই আমি মুসাকে ও হারুণকে মীমাংসাশ্রন্থ ওঁ জ্যোতি, এবং ধৰ্ম্মভীরু লোকদিগের জন্য উপদেশ দান করিয়াছি । ৪৮ + যাহারা গোপনে আপন প্রতিপালককে ভয় করে তাহার কেয়ামত হইতে ভীত । ৪৯ । এবং এই উপদেশ ( কোরাণ ) ফলদায়ক, ইহাকে আমি অবতারণ করিয়াছি, অনম্ভর তোমরা কি ইহার অগ্রাহকারী হইয়াছ ? ৫০ । ( র, ৪ ) এবং সত্য সত্যই আমি পূৰ্ব্বে এব্রাহিমকৈ তাহার পথের আলোক প্রদান করিয়াছি, ও তাহার (অবস্থা ) সম্বন্ধে আমি জ্ঞানী ছিলাম । ৫১ ৷ ( স্মরণ কর) যখন সে আপন পিতাকে ও স্বজনদিগকে বলিল “ এই সকল কি মুর্তি, তোমরা যাহাদিগের সহবাস করিয়া থাক ?” ণ । ৫২। তাহারা বলিল “আমা

  • ८काम ८कन उायांकाप्नद्र भङ ७* cर्ष फूलयजं अरर्ष माग्न दिछांद्र । फूल যন্ত্র স্থাপন, পাপ পুণ্যের দণ্ড পুরস্কারাদির সত্য ও ন্যায়ামুসারে বিচার ও হিসাবের উদাহরণস্থলে হইয়াছে। সাধারণের মত এই যে পরলোকে একটি তুল্যত্র আছে, তাছাতে একটি পরিমাণদণ্ড ও তুই দিকে দুইটি পরিমাণপায় বিদ্যমান । প্ত{হাতে লোকের ধর্ণাধর্মের পরিমাণ করা হয় । (ত, হে, )

কেহ কেহ বলেন যে বাবেলের দেবালয়ে ৭২ টা প্রতিমা, কেহ বলেন ৯ টা