পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ8 Y) কোরাণ শরিক। চারী ছিলাম। ৯৭। নিশ্চয় তোমরা ও ঈশ্বর ব্যতীত তোমরা ষাহাদিগকে অর্চনা কর সে সকল নরকের প্রস্তর, তোমর তাহার প্রতি আগমনকারী। ৯৮। যদি তাহারা ঈশ্বর হইত তবে তথায় উপস্থিত হইত না, এবং সকলে (মূর্তি ও মুর্ভিপুজক) তথায় সৰ্ব্বদা থাকিবে । ৯৯ ৷ তথায় তাহাদের আর্তনাদ হইবে এবং তাহারা তথায় (কিছুই ) শুনিতে পাইবে না । ১০০ । নিশ্চয় যাহারা প্রথম হইয়া গিয়াছে তাহাদের জন্য আম! হইতে কল্যাণ আছে, তাহারা তাহা হইতে (নরক হইতে) বিদূরিত হইরে * । ১০১ +তাহারা তাহার শব্দ শুনিতে পাইবে না, এবং তাহারা যাহ। চাহিবে তাহাতে তাহাদের জীবন চিরস্থায়ী হুইবে । ১০২ ৷ মহা ভয় তাহাদিগকে বিষন্ন করিবে না এবং দেবগণ তাহাদের প্রত্যুদগমন করিবে, ( বলিবে ) এই তোমাদিগের দিন যাহা তোমাদিগের সম্বন্ধে অঙ্গীকার করা হইয়াছে ৭ । ১০৩ ৷ লিপি সকলকে লিখিতে যেমন জড়ান হয় সেই দিন আমি নভোমণ্ডলকে সেই প্রকার জড়াইব, যেরূপ আমি প্রথম স্বষ্টি আরম্ভ করিয়াছিলাম তদ্রুপ পুনৰ্ব্বার করিব, আমার পক্ষেই অঙ্গীকার, নিশ্চয় আমি কর্তী হই। ১০৪ । এবং সত্য সভাই

  • “शाशब्रा अथम श्ब्राह” अर्थ९ शूलंडन यशजम श्राखिल ७ क्रेन। ७३६ দেবগণ, র্যাহার ঈশ্বরহইতে সাধনার বল, সৌভাগ্য ও স্বর্গের সুসমাচার লাভ করিয়াছেন, তাহার। নরকের সঙ্গে কোন সংস্রব রাখেন না। (ত, হে, )

+ কবরহইতে বাহির হইবার সময় দেবতাগণ জাসিয়া তাহাদিগকে অভ্যর্থন। করিবেন, ভি বলিবেন যে, “এই সেই দিন পৃথিবীতে অৰস্থান কালে যে দিন উপস্থিত হুইবে বলিয়া তোমাদিগের নিকটে অঙ্গীকার করা গিয়াছে। অর্থাৎ ইহাই ভোমাদিগের গৌরব ও পুরস্কারের দিন, তপস্বীদিগকে বলা হইবে ইহা তোমাদি গের বিনিময় লাভের দিন ইত্যাদি । (ত, হে, )