পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*(to কোরাণ শরিফ। অধিক নিকটে, অবশ্য সে মন্দ বন্ধু ও অবশ্য (তাছা) মন্দ সংবাস ১৩ । যাহারা বিশ্বাস স্থাপন ও সৎকৰ্ম্ম করিয়াছে নিশ্চয় পরমেশ্বর তাহাদিগকে স্বর্গোদ্যান সকলে লইয়া যাইবেন, তাহার নিক্ষে পয়ঃপ্রণালী সকল প্রবাহিত হয়, নিশ্চয় ঈশ্বর স্বাছ ইচ্ছা করেন করিয়া থাকেন। ১৪। যে ব্যক্তি মনে করিয়া থাকে যে পরমেশ্বর তাহাকে (প্রেরিত পুরুষকে) ইহুলোকে ও পরলোকে কখন সাহায্য দান করিবেন না, পরে তাহার উচিত যে আকাশেতে একটি রজ্জ্ব, প্রসারণ করে তৎপর উচিত যে (পথ) অতিক্রম : করিতে থাকে, পরিশেষে সে দেখিবে যাহা ক্রোধ উপস্থিত করে তাহার কৌশল উহা কি দূর করে ? * । ১৫ । এই প্রকারে আমি তাহাকে (কোরাণকে ) উজ্জ্বল নিদর্শন সমূহরুপে অবতারণ করিয়াছি, এবং নিশ্চয় ঈশ্বর যাহাকে চাহেন পথ প্রদর্শন করিয়া থাকেন। ১৬ । নিশ্চয় যাহারা বিশ্বাস স্থাপন করিয়াছে ও যাহারা ইহুদি হুইয়াছে এবং যাহারা নক্ষত্রপূজক ও ঈসায়ী অগ্নিপূজক ও যাহারা অংশীবাদী কেয়ামতের দিনে নিশ্চয় ঈশ্বর তাহাদের মধ্যে (বিচার) নিষ্পত্তি করিবেন, নিশ্চয় ঈশ্বর সমুদায় বস্তুর সম্বন্ধে সাক্ষী। ১৭ । তোমরা কি দেখ নাই যে যাহার স্বর্গে ও যাহারা পৃথিবীতে আছে তাহার এবং চন্দ্র সূৰ্য্য ও নক্ষত্রবৃন্দ ও পৰ্ব্বত সকল ও বৃক্ষ ও চতুষ্পদগণ এবং অধিকাংশ মনুষ্য নিশ্চয় ঈশ্বরকে প্রণাম করে, এবং অনেক আছে

  • অর্থাৎ তুমি আকাশহষ্টতে একটি রঙ্গু ভূমির দিকে লম্বমান করিয়া তাহাতে হস্তার্পণ পূর্বক উৰ্দ্ধে উঠিতে থাক, স্বর্গে যাইয়। আরোহণ কর এবং প্রেরিত পুরুষের প্রতি ঈশ্বরের আমুকুল্য দূর করিতে চেষ্টা করিতে থাক, দেখ এই সকল পৰিশ্রম বত্বেও তোমার ক্রোধের কারণ দূর হয়কি না । (ত, ংে, )