পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা হজ্ব । ·ჯჯ)% নিকটে তাহার এক দিবস সহস্ৰ বৎসর তুল্য * । ৪৭। এবং অনেক গ্রাম আছে যে সে সকলকে আমি অবকাশ দিয়াছি, সে সকল অত্যাচারী ছিল, তৎপর সে সকলকে ধরিয়াছি, এবং আমার দিকেই প্রত্যাবর্তন হয়। ৪৮ । ( র ৬ ) । তুমি বল, হে লোক সকল, আমি তোমাদের জন্য স্পষ্ট ভয়প্রদর্শক ইহা বৈ নহি । ৪৯। অনস্তর যাহারা বিশ্বাস স্থাপন ও সৎকৰ্ম্ম সকল করিয়াছে তাছাদের জন্য ক্ষমা ও উত্তম উপজীরিকা আছে। ৫০ । এবং যাহারা দুৰ্ব্বলকারী হইয়া আমার নিদশন সকলের প্রতি দৌড়ির থাকে তাহারা নরকনিবাসী ণ । ৫১ ৷

  • অর্থাৎ ঈশ্বরের নিকট একদিন ও সহস্ৰ সমান, যেহেতু তাহাতে কালের অধিকার নাই । অতএব কালের অস্তিত্ব অনস্তিত্ব এবং অল্প ও অধিক তাহার নিকটে তুল্য । যখন ইচ্ছ। তিনি শাস্তি প্রেরণ করেন । (ত, হে, )

+ যখন সুর নজম অবতীর্ণ হয় তখন হজরত তাহা কাবা মন্দিরে কোরে যদিগের সভায় পাঠ করিতেন এবং আয়ত্ত সকলের বিরাম স্থলে লোকে স্মরণ করিয়া রাখিতে পারে এই উদ্দেশ্যে বিরত থাকিতেন। পরে একদা উক্ত প্রণালী অনুযায়ী আয়ত পাঠের পর ভিনি বলিয়াছিলেন যে তোমার। কি লাত, গরি ও মনাত দেবকে দেখ নাই ? ইত্যাদি । লাত গরি প্রভৃতি কোষেদিগের উপাস্য প্রতিম। ছিল । শয়তান ইতিমধ্যে সুযোগ পাইয়া কাফেরদিগের কাণে কাণে বলিয়। দিল যে এ সকল দেবতা দলপতি ও ব্যোমচারী মহাবিঙ্গ । ইহাদের প্রতি শফাতের অর্থাৎ পাপ ক্ষমার অনুরোধের আশা করা যাইতে পারে । ধৰ্ম্মদ্রোfংগণ এই কথ। শ্রবণে আনন্দিত হয়, তাহারা মনে করে যে হজরত প্রতিমা সকলের আশ্রয় প্রার্থ হইয়াছেন ও তাহদের প্রতিমা সকলকে প্রশংসা করিয়াছেন । এষ্ট জন্য স্থরার অন্তে বিশ্বাসীদিগের সহিত হজরতের প্রণাম করার কালে অধিকাংশ কোরেব ও তাহাতে যোগ দেয়। তখন জেব্রিল অবতীর্ণ হইয়া সবিশেষ হজরতের নিকটে জ্ঞাপন করে । তাহাতে হজরতের মন অত্যন্ত দুঃখিত হয় । এই হেতু পরমেশ্বর তাহার সাধনার জন্য পরবর্তী আয়ত প্রেরণ করেন । “যাহারা দুৰ্ব্বলকার হইয়। আমার