পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা মুমেনুন । ९)१७) জন্য চতুপদ সকলে উপদেশ আছে, তাহাদের উদরে যে ( দুগ্ধ ) আছে তা হা তোমাদিগকে পান করাইয়া থাকি, এবং তাহাদিগেতে তোমাদের অত্যন্ত লাভ আছে, ও তাহাদের (মাংস) তোমরা ভক্ষণ করিয়া থাক। ২১ + এবং তাহাদের উপরে ও নৌকা সকলের উপরে তোমরা আরোপিত হইয়া থাক * । ২২ । ( द्व, > ) এবং সত্য সত্যই আমি নুহাকে তাহার মণ্ডলীর নিকটে প্রেরণ করিয়াছিলাম, অনন্তর সে বলিয়াছিল যে “হে আমার সম্প্রদায়, ঈশ্বরকে অর্চনা কর, তিনি ব্যতীত তোমাদের জন্য (অন্য) ঈশ্বর নাই, অনন্তর তোমরা কি ভয় পাইতেছ না?” ২৩ । অবশেষে তাহার দলস্থ প্রধান ধৰ্ম্মাদ্রোহী লোকের বলিল “এ তোমাদের ন্যায় মনুষ্য বৈ নহে, তোমাদের উপর কর্তৃত্ব করিতে চাহিতেছে, এবং যদি ঈশ্বর চাহিতেন তবে অবশ্য দেবতাদিগকে প্রেরণ করিতেন, আপন পূৰ্ব্ববর্তী পিতৃপুরুষদিগের নিকটে আমরা ইহা শ্রবণ করি নাই। ২৪ । সে বায়ুরোগগ্রস্ত পুরুষ বৈ নহে, অতএব কিয়ৎকাল পর্যন্ত তাহার সম্বন্ধে তোমরা প্রতীক্ষা কর” ২৫ । সে বলিল “ছে আমার প্রতিপালক, তাহারা যে অসত্যারোপ করিতেছে তদ্বিষয়ে তুমি আমাকে সাহায্য দান কর”। ২৬। অনন্তর আমি তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম যে তুমি আমার ചബം श्नः এক বৃক্ষ জন্মে, উহা জয়তুন । সেই বৃক্ষে ভৈল জন্মে, তাহা দীপজালানে ব্যবহৃত হয়, এবং তাহ রুটির উপকরণ হইয়। থাকে । ( ভ, হো, )

  • অর্থাৎ স্থলপথে উষ্ট্রের উপরে ও জল পথে নৌকায় তোমরা আরোহণ করিয়া থাক । উঃ ও নৌকা ভোমাদিগকে বহন করিয়া এক স্থান হইতে অন্য স্থানে লইয়া স্বায় । ( স্ত, হে )

b-S)