পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থর মুমেদুম । S তাহার, ভ্রাতা হারুণকে আপন নিদর্শন ও উজ্জ্বল প্রমাণ সহ ফেরওণের ও তাহার প্রধান পুরুষদিগের নিকটে প্রেরণ করিয়াছি, অনন্তর তাহারা গৰ্ব্ব করিল এবং তাহারা উদ্ধত দল ছিল । ৪৫ + ৪৬। পরিশেষে তাহারা বলিল “আমাদের তুল্য দুই জন মনুযাকে কি আমরা বিশ্বাস করিব ? তাহাদের জাতি আমাদিগকে সেবা করিয়া থাকে” * । ৪৭ ৷ অনস্তর তাহারা সেই দুই জনের প্রতি আস ত্যারোপ করিল, পরিশেষে তাহারা বিনাশ প্রাপ্ত হুইয়াছিল। ৪৮ । এবং সত্য সত্যই আমি মুসাকে গ্রন্থ দান করিয়াছি যেন তাহারা ( বনি এস্রায়িল ) সৎপথ প্রাপ্ত হয় ৪৯ ৷ এবং আমি মরয়মের পুত্র ও তাছার মণ্ডলীকে নিদর্শন করিয়াছিলাম এবং তাহাদিগকে প্রস্রবণযুক্ত অবস্থান যোগ্য উচ্চভূমিতে স্থান দান করিয়াছিলাম ণ । ৫০ । ( র, ৩ ) করি নাই। “আমি তাহাদিগকে উপাখান করিয়াfছ” অর্থাৎ তাহাদের উপাখ্যান বৈ কিছুই অবশিষ্ট নাই, তাহার। সমুলে সংহার প্রাপ্ত হইয়াছে, লোকে তাহাদের গল্প মাত্র করিয়া থাকে। তাহাদের বৃত্তান্ত সকল সাধারণের শিক্ষার কারণ হষ্টয়াছে, যেন তাহদের চিরশাস্তি লোকে স্মরণ করিয়া ভীত হয় । ( ত, হে, )

  • অর্থাৎ বনি এস্রায়িল ক্রীতদাসের ন্যায় আমাদি.গর সেবা করিয়া থাকে, তাছার দাস আমরা প্রভু। ফেরওণ ও তাহার অমুবার্তগণ গোবৎস ও প্রডিমার সেবা করিত, বনি এস্রয়িল ফেরও৭ ও তাহার অনুচরগণের সেবা করিতেন। (ত, হে' )

প্রস্রবণযুক্ত অবস্থানযোগ্য উচ্চভূমি ফেলসতিন বা পেলষ্টাইন নামক স্থান। মরয়ম আপন পুত্র ও স্বীর পিতৃব্য সামানের পুত্র ইয়ুশেফ সহ দ্বাদশ বৎসর তথায় জীবন যাপন করিয়াছিলেন । তিনি স্থত কাটিভেন এবং তাহা বিক্রয় করিয়া উপজীবিক সংগ্ৰহ করিতেন। কেহ বলেন উপরি উক্ত উচ্চভূমি মেসরদেশ, কেহ দমস্ক কেহ জরুশেলম বলিয়া থাকেন । কিন্তু অনেক প্রামাণিক লোকের মতে ফেল সতিনই সত্য বলিয়। পরিগণিত । ( ভ, হে’, )