পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোরাণ শরিফ । 9 -ליטא তাহার তোমাদের নিকটে ভুলিয়া গিয়াছিল, এবং তোমরা তাহাদের সম্বন্ধে হাস্য করিয়াছিলে * । ১০১০ নিশ্চয় আমি তাহার। যে ধৈর্য্য ধারণ করিয়াছিল তজ্জন্য অদ্য তাহাদিগকে পুরস্কার দান করিলাম, যেহেতু তাতার প্রাপ্তকাম হইবে । ১১১ ৷ তিনি জিজ্ঞাসা করিবেন “বৎসরের গণনানুসারে তোমরা পৃথিবীতে কত কাল স্থিতি করিয়াছিলে’ ? ১১২ । তাহারা বলিবে “আমরা এক দিবস, বা এক দিবসের অংশ মাত্র স্থিতি করিয়াছিলাম, অনন্তর গণনাকারীদিগকে তুমি জিজ্ঞাসা কর” । ১১৩। তিনি বলিবেন “অল্পক্ষণ বৈ তোমরা স্থিতি কর নাই, হা তোমরা যদি জানিতে” । ১১৪ ৷ অনস্তর তোমরা কি মনে করিয়াছ ষে আমি তোমাদিগকে ক্রীড়ার জন্য স্বষ্টি করিয়াছি এবং ইহা (মনে করিয়াছ) যে আমার দিকে তোমরা ফিরিয়া আসিবে না ? ?” ১১৫। পরিশেষে পরমেশ্বর

  • অর্থাৎ তোমাদের উপহাস বিজপের জন্য বস্তভাবশতঃ তাহারা তোমাদের সম্মুখে জামার স্মরণ মনন ভুলিয়। যাইত। ভহাদের তুর্গতি ও কুরবস্থা দেখিয়া জঙ্কারে তোমর। হাস্য করিতে (a, al.)

+ ধর্শ্ববিরোধী লোকের ঔদাসিনা ও হুরশি শতঃ বলিত যে আমরা পৃথিবীতে চিরকাল অবস্থান করিব, কখন পরলোক প্রাপ্ত হইব না। তৎপর ঈশ্বর বা দেবগণ তিরস্কার করিয়া জিজ্ঞস করবেন যে তোমর। পৃথিবীতে ও কবরে কত বৎসর স্থিতি করিম ছিলে ? তাহতে তাহার। চির নরকবাস ও অগ্নিদাহের ভয়ে অস্থির হওতঃ সময় বিস্মৃভ হইয়। বলিবে এক দিন বা তাহারও কম সময় ছিলাম, আমরা বিশেষ জানি না, যে সকল দেবতা জীবন ও নিঃশ্বাস গণনা করেন তুমি তাহাদিগকে জি জ্ঞাস কর । (ত, হে, )

  • অর্থাৎ তোমাদিগকে সদসৎ কৰ্ম্মের বিনিময় গ্রহণ করিবার জন্য আমার নিকটে ফিরিয়া আসিতে হইবে । আমি তোমাদিগকে সাধন ভজনের জন্য স্বাক্ট করিয়াছি ও তোমাদের আচরণের ফল নিৰ্দ্ধারণ করিয়াছি। এস্থল যে কার্য ঈশ্বর হইতে দূরে রাখিয়া সংসারে লিপ্ত রাখে তাহাই ক্রীড়া । ঈশ্বর