পাতা:পীযূষ-প্লাবনী বা ইসলাম গাথা (প্রথম খণ্ড).pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীযুষ-প্লাবনী । ( 8 ) তার ফেলিওনা, আর মজাওনা, আর ঘুরাওনা পশুর সম । প্রেম সুধা দিয়া, অন্তর পূরিয়া, ঘু চাও আমার হৃদয় তম । ( & ) জীবন সার্থক, . করতে আমার, দিয়া ধৰ্ম্মবঙ্গ নাশিয়া পাপ । দাসত্ব শৃঙ্খলে, করিয়া বন্ধন, হর হে সুন্দর হৃদয় তাপ ॥ সব সাধ আশা, প্রেম ভালবাসা, নয়নের বারি হে নাথ নিও, ধৰ্ম্মের জ্যোতিতে, উজ্জ্বল করিয়া, আমার গম্ভবা পথটী দিও ৷ যখন অগাধ, সম্পদ বৈভব, লুটিবে অভাগী চরণ তলে । দেখ হে দয়িত, অধম তখন, তব শান্তি নাম যেন না ভুলে ।