পাতা:পীযূষ-প্লাবনী বা ইসলাম গাথা (প্রথম খণ্ড).pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আজি জেন্নতের দ্বার ধীরে ধীরে, করিয়া মুকত কে তুমি এলে। বাজায়ে বঁাশরী, অমিয় লহরী, মৃত মোশ্লেমের জীবন দিলে ॥ ( २ ) গাঢ় অন্ধকারে, সমাধী বাসরে, পতনের মোহ স্বপন ঘোরে । কে তুমি আসিয়া, মিগধ অমিয়া, ঢালিলে মোদের হৃদয় স্তরে ॥ ( 0 ) আলোকের মত, স্বধীরে স্ফটিত, হইয়া মোশ্লেম-জীবন-পথ । দেখাতে কে তুমি, এলে মর্জ্যভূমি, আরোহি ত্রিদিব বিচিত্র রথ ।