পাতা:পীযূষ-প্লাবনী বা ইসলাম গাথা (প্রথম খণ্ড).pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীযুষ-প্লাবনী। 80 - ( & ) হে সাবান কহ মোরে করুণা বিতরি, কি লাগিয়া হ'ল তব এ নাম মাধুরি ; কোরেশ কুলের রবি, ইশ্লাম-আনন্দ ছবি, বলেছেন এ বচন হাদিসে প্রমাণ, অতি পুণ্য জন্য তব নাম হে সাবান। ( ه لا ) স্বগন্ধধ জিনি রস করি বরিষণ, আরো বলেছেন নবি জীবন রতন ; করিও সাবানে মান্ত, তাহলে হইবে ধন্য, তোমাদের পাপময় কলুষ জীবন ; হারাওনা হেলা করি এ শুভ লগন । ( S) ) তাই হে সাবান তব শুভ দরশন, অপেক্ষায় চঞ্চলিত এ ক্ষুদ্র পরাণ, কেননা পরযে তব, পাপ হতে মুক্তি পাব, এ মিনতি তব কাছে মোশ্লেম বাঞ্ছিতে, অস্তিমে অধমে যেন ভুল না তারিতে।