পাতা:আনন্দ-তুফান - প্রিয়নাথ চক্রবর্ত্তি.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
আনন্দ-তুফান।

দেখালি মা, কত লীলা,—
এক পটে- অদ্বৈতরূপিণি!
কিন্তু একি সর্ব্বনাশ! কেন কাঁদছে পরানী?
জ্ঞান হয় হারাই মা তোরে, ভব-তারা!
যে দিকে ফিরাই আঁখি,
হেরি সেই দিকে, দুঃখের কালিমা-মাখা সব।
জয়ঢাক, শুনিলে যাহার ধ্বনি
উথলিত প্রাণ-ভক্তিভরে;
শিশুদল, সাজি’ নব বাসে,
নাচিত, নমিত যাহা শুনি’
ও রাঙ্গা চরণে নরন্তর;—
বিষ আজি বাজে সে বাজনা।
জবা, বিল্বদল, পদ্ম, শুষ্ক
পাদপদ্মে তোর, কেন তারা!
শুকা’তে কি সন্তানের প্রাণপদ্ম বিষাদ সন্তাপে?
ডুবি’ বিষাদ-সাগরে দ্বিজবর,
পট্টবাস, রুদ্রাক্ষ ত্যাজিয়া,
বিরত মা, পূজিতে তোমারে, কি কারণে?
বল শিবে, বল প্রাণেশ্বরি, রাখ প্রাণ।