পাতা:আনন্দ-তুফান - প্রিয়নাথ চক্রবর্ত্তি.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩

পূজা।

লভি’ মলয়-সমীরে—মধুমাসে,
হাসে যথা কোকিলের প্রাণ;
উঠে উচ্চরবে সে হাস্যের ছটা মধুভরা!
প্রেমিকের মনঃ প্রাণ হরি;—
তেমতি কেন রে আজি শুভ প্রাতঃকালে,
ঘরে ঘরে শুনি শঙ্খধ্বনি—মধুভরা?
উঠে নাদ, অম্বর ভেদিয়া, কি আমোদে?
শুনি সাধুমুখে—ভারতের কথা;—
“ভগীরথ, নিস্তারিতে পিতৃকুল,
সাধি’ কতমতে, এনেছিলা মর্ত্তধামে যবে,
সুরধুনী পতিতপাবনী; করেছিলা শঙ্খধ্বনি তবে,—
জানাইতে সে শুভ বারতা,
বধির এ মর্ত্ত্যবাসি-জনে—উচ্চনাদে।”
কিন্তু শুনি আজি, লক্ষ লক্ষ শঙ্খনাদ,
যথা ভীমনাদ-বজ্র-নাদে নাদে প্রতিধ্বনি;—
নাহি জানি কারণ ইহার।
আহা, আজি কিবা শোভে তরুণ তপন,
নব রাগে! হাসিমুখে অনুরাগে ভরি’।
যেন, হেন রাগ হেরে নাই কভু আঁখি মোর!