পাতা:আনন্দ-তুফান - প্রিয়নাথ চক্রবর্ত্তি.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
আনন্দ-তুফান।

আরতি।[১]

পালিত হইয়া যথা বায়সের বাসে,—
কর্ম্মদোষে—পিক-শিশু,
যবে জ্ঞান লভি’ ডাকে কুহুরবে,
শঙ্কা বড় উপজে তাহার।
বস্তুতও কাক-কুল হেরি’ এ ঘটনা,
বড় জ্বালা দেয় তারে ধরি’।
অবশেষে দেয় দূরে ফেলি, বাসা হ’তে—
যতদূর সামর্থ্য তা’দের।
আহা, তেমতি তোমারে ছাড়ি’ তারা!
মায়াবিনী বায়সীর বাসা—এই সংসার-নিবাসে,
কর্ম্মদোষে আসিয়াছি আমি।
যবে ছিল শিশুকাল,
পারি নাই ডাকিতে তোমারে;
শুনি নাই তবে, কি ব’লে ডাকিব মা তোমায়!
ক্রমে কাল-চক্র ঘুরিল যখন,
শক্তি আসি’, জ্ঞানরূপে, পশিল শরীরে,
হেরিলাম ‘মায়ার’ সংসার,—


  1. আরতি বা আরাত্রিক ব্যাপারের প্রকৃত তত্ত্ব যদি কোন সদাশয় সরল ব্যক্তি এই লেখকাভিমানীকে বুঝাইয়া দেন, তাহা হইলে আনন্দ-তুফানের আরাত্রিক একরূপ হইয়াছে কি না বুঝা যাইবে।