পাতা:আনন্দ-তুফান - প্রিয়নাথ চক্রবর্ত্তি.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সিদ্ধিপান ও আনন্দলাভ।
৩৭

(সূক্ষ্ম)।—হেরিয়া মোহিনী মূর্ত্তি সুন্দরী ‘সিদ্ধির’—
("বিজয়া-রূপিণী অম্বিকার)
ভক্তদল কৃতাঞ্জলিপুটে—অবনতশিরে—
আরম্ভিলা সিদ্ধি-আরাধনা,
(লক্ষ্য কিন্তু এক সবাকার—
সারাৎসারা বিশ্বস্বরূপিণী।
তা’ই সবে তাঁ’রি নাম স্মরি’) এইরূপে;—
আহা, কে জানে কতই লীলা
বিশ্বপ্রসবিনি মা তোমার,—
দেখায়েছ এ বিশ্বমণ্ডলে!
যে দেখে তোমার খেলা, ‘মনুষ্য’[১] সে জন;—
ধন্য, ধন্য, ধন্য তাঁর জন্ম ভূমণ্ডলে।
সবি ‘তুমি’ হেরে সে সংসারে—মাতৃময়।
আহা! এই যে সামান্য পর্ণ, ধরে ‘সিদ্ধি’ নাম,
পূর্ণ ইথে, তুমি নাকি তারা—ত্রিতাপ-হারিণি!
প্রাণ মোরে কহে অবিরত।
নতুবা কেন গো শিবে! ‘সিদ্ধি’ নাম ধরে,
বিবর্ণ বিশুষ্ক কলেবর তুচ্ছ পর্ণমাত্র ইহা?
আছে ত কতই নাম শুনি বিশ্বধামে,


  1. প্রকৃত ‘মনুষ্য’ কে? তদ্বিবরণ জীবন-পরীক্ষার উপসংহারে লেখকের সামর্থ্যানুসারে বিবৃত হইয়াছে।