পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোরাপ শরিফ । 9סאף বলিল “আযরা কি তোমাকে বিশ্বাস করিব ? বস্তুতঃ নিকৃষ্ট্র লোকেরা তোমার অনুসরণ করিয়াছে” * । ১১১ । সে কহিল “তাহারা যাহা করিতেছিল তাহা আমি কি জানি ? ১১২। যদি তোমরা বুঝিতেছে তবে আমার প্রতিপালকের নিকটে বৈ তাছাদের গণনা নাই ॥১১৩ । এবং আমি বিশ্বাসীদিগের দূরকারী নহি । ১১৪। আমি স্পষ্ট ভয় প্রদর্শক ৰৈ নছি”। ১১৫ । তাহারা বলিল “হে মুহ, যদি তুমি নিবৃত্ত না হও তবে অবশ্য চুনীকৃত হইবে” । ১১৬ ! সে কহিল “হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার সম্প্রদায় আমার প্রতি অসত্যারোপ করিতেছে। ১১৭ ৷ অতএব তুমি আমার ও उाङদের মধ্যে মীমাংসায় মীমাংসিত কর এবং আমাকে ও আমার সঙ্গে বিশ্বাসীদিগের যাহারা আছে তাছাদিকে উদ্ধার কর” । ১১৮ । অনন্তর আমি তাহাকে ও তাহার সঙ্গী লোকদিগকে নৌকায় পূর্ণ করিয়া উদ্ধার করিলাম । ১১৯ ৷ তৎপর আমি পরিশেষে অবশিষ্ট্র লোকদিগকে জলমগ্ন করিলাম। ১১. নিশ্চয় ইহার মধ্যে নিদর্শন আছে, এবং তাছাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। ১২১ ৷ নিশ্চয় তোমার প্রতি পালকে ( হে মোহম্মদ ) পরাক্রমশালী দয়ালু। ১২২ ৷ ( র, ৬ ) আদ সম্প্রদায় প্রেরিত পুরুষদিগের প্রতি অসত্যারোপ করিয়াছিল। ১২৩ ৷ ( স্মরণ কর ) যখন তাছাদের ভ্রাতা ছদ তাহাদিগকে বলিল “তোমরা কি শঙ্কিত হইতেছে না ? > 3 নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত প্রেরিত পুরুষ। ১২° । অনন্তর

  • অর্থাৎ যাহারা বাহে তোমার অস্তুগত হওয়া বিশ্বাসী বলিয়া পরিচয় দেয় ও বিশ্বাসীদিগের অঙ্কুরূপ কাৰ্য্য করে কিন্তু অস্তৰে তোমার বিরোধী এমন निक्लटे ८नांtकक्री ८डांभाव्र बश्नप्रर्ष कब्रिग्राह । (छ, ८श, )