পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७b~ কোরাণ শরিফ সমুদ জাতি প্রেরিত পূরুষদিগের প্রতি আসতারোপ করিয়াছিল।১৪১ ৷ ( স্মরণ কর) যখন তাহাদের ভ্রাতা সালেহ তাছাদিগকে বলিল “তোমরা কি শঙ্কিত হইতেছে না ? ১৪২ ৷ নিশ্চয় আমি তোমাদিগের জন্য বিশ্বস্ত প্রেরিত পুরুষ । ১৪৩ ৷+অনন্তর ঈশ্বরকে ভয় করিতে থাক এবং আমার অনুগত হও । ১৪৪ ৷ আমি এবিষয়ে তোমাদের নিকটে কোন পারিশ্রমিক প্রার্থনা করি না, বিশ্বপালক পরমেশ্বরের নিকটে বৈ আমার পারিশ্রমিক নাই। ১৪৫ ৷ এস্থানে তোমরা যে ভাবে আছ উদ্যান ও প্রস্রবণ সকলে এবুং শস্য ক্ষেত্রে ও খোৰ্মা তরু যাহার পুষ্প কোমল হয় তাহাতে কি তোমরা নিরাপদে রক্ষিত হইবে ? ১৪৬+১৪৭+১৪৮। তোমরা নিপুণ হইয়া পৰ্ব্বত হইতে আলয় সকল কাটিয়া লইতেছ। ১৪৯। অনন্তর ঈশ্বরকে ভয় কর ও আমরা অনুগত থাক। ১৫০ ৷ এবং যাহার। ধরাতলে উৎপাত করে ও সৎকৰ্ম্ম করে না এমন সীমা লঙ্ঘনকারীদিগের আদেশ মান্য করিও না”। ১৫১ + ১৫২ । তাহার বলিল “তুমি ইন্দ্রজলগ্ৰস্ত (লোকদিগের) এক জন বৈ নও। ১৫৩ ৷ তুমি আমাদের ন্যায় এক মনুষ্য বৈ নও, অনস্তর যদি তুমি সত্যবাদীদিগের ( একজন ) হও তবে কোন নিদর্শন উপস্থিত কর” । ১৫৪ । সে বলিল “এই উষ্ঠী, নির্দিষ্টী দিবসে ইছার জন্য পানীয় হইবে ও তোমাদের জন্য পানীয় হইবে * । ১৫৫ । এবং ক্লেশ

  • সমুদ জাতি সালেহকে আপনাদের সদৃশ দেখিয়া ব্যঙ্গ করিয়া বলিল, তুমি মামাদেরই স্তায় একজন,তোমার প্রেরিভস্বেরশস্তৃত ক্রিয়। কি আছে ? সালেহ । জিজ্ঞাসা করিলেন, তোমরা কিসের প্রার্থী? তাহাতে তাহারা বলিল যে এই সম্মুখস্থ প্রস্তর হইতে একটা উষ্ট্র বাহির কর । তখনই এক উষ্ট্র বাহির হইল এবং সালেহ বলিল, এই তোমাদের প্রার্থিত উষ্ট্র, জলাশয়ের জল একদিবস ইহার পনি