পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A8e কোরাণ শরিফ । তাহা হইতে তুমি আযাকেও আমার পরিজনকে রক্ষা কর”। ১৬৯ ৷ অনন্তর আমি তাহাকে ও তাছার পরিজনকে অবশিষ্ট স্থিত এক বৃদ্ধ নারীকে ব্যতীত এক যোগে উদ্ধার করিয়া ছিলাম * । ১৭০ ৷ তৎপরে অন্য লোকদিগকে বিনাশ করিয়াছিলাম । ১৭১ । এবং তাছাদের উপরে আমি বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, অনস্তর ভয় প্রাপ্ত ব্যক্তিদিগের সম্বন্ধে সেই বৃষ্টি অকল্যাণ ছয় । ১৭২ ৷ নিশ্চয় ইহার মধ্যে নিদর্শন আছে ও তাহাদের অধিকাংশই বিশ্বাসী ছিল । ১৭১ ৷ নিশ্চয় তোমার প্রতিপালক, ( হে মোহম্মদ, ) তিনি পরাক্রমশালী निश्चीक्लृ । *१8 । ( द्व, २, ) এয়কা নিবাসিগণ, প্রেরিত পুরুষদিগের প্রতি অসত্যারোপ করিয়াছিল । ১৭৫ ৷ ( স্মরণ কর ) যখন শোঅব তাহাদিগকে বলিল “তোমরা কি শঙ্কিত হইতেছে না ? ১৭৬ । নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত প্রেরিত পুরুষ। ১৭৭ ৷ + অনন্তর ঈশ্বরকে ভয় কর ও আমার অনুগত হও । ১৭৮ ৷ + এবিষয়ে আমি তোমীদের নিকটে কোন পারিশ্রমিক চাহি না, বিশ্বপালকের নিকটে বৈ আমার পারিশ্রমিক নাই । ১৭৯ ৷ তোমরা পূর্ণ পরিমাণ পাত্র রাখিও এবং ক্ষতিকারকদিগের ( তন্তর্বর্তী ) হইও না । ১৮০ সরল তুল যন্ত্রদ্বারা তুল করিও। ১৮১ । এবং লোকদিগকে তাছাদের দ্রব্য কম দিও না, এবং পৃথিবীতে উৎপাৎজনক হইয়া ( নিৰ্ভয়ে ) ঘূরিয়া বেড়াইও না । ১৮২ । এবং যিনি তোমাদিগকে এবং পূৰ্ব্বতন জাতিকে স্বজন করিয়াছেন তাহাকে ভয়করিও” । ১৮৩ তাহার। বলিল “তুমি ইন্দ্রাজল গ্রস্ত লোকদিগের ( একজন ) বৈ من معضمنصص н“ и ч. - - تصعد لبيسبوصعب - --تد - ബ

  • সেই স্ত্রী লুতের সঙ্গে চলিয়া গেল না, সে বলিল সকলের ভাগে। বাহা ঘটে আমার ভাই। ইইবে । ( ত, ষ্টে, )