পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ8: কোরাণ শরিফ এবং নিশ্চয় এই (কোরাণ) বিশ্বপালক কর্তৃক অবতারিত। ১৯১ । জেব্রিল তৎসহ তোমার অস্তরে অবতীর্ণ হইয়াছে যেন তুমি স্পষ্ট আরব ভাষায় ভয় প্রদর্শকদিগের (এক জন ) হও । ১৯২+১৯৩+১৯৪ । এবং নিশ্চয় ইহা ( এই কোরাণ ) পূর্বতন গ্রন্থে উল্লিখিত হইয়াছে। ১৯৫ । তাহাদের জন্য কি এমন কোন নিদর্শন নাই যে বনি এস্রায়িলের পণ্ডিতগণ তাহা জ্ঞাত আছে * । ১৯৬ । এবং যদি আমি আজমীদিগের কাহার প্রতি তাহ অবতারণ করিতাম পরে সে তাহা তাহাদিগের নিকটে পাঠ করিত তাছার তৎপ্রতি বিশ্বাসী হইত না " । ১৯৭ । এইরূপে আমি পাপীদিগের অন্তরে বৈমুখ্য অনিয়ন করিয়া থাকি । ১৯৮। যে পর্যান্ত তাহার ক্লেশকর শাস্তি দর্শন ( না ) করে সে পর্যন্ত তৎপ্রতি বিশ্বাস স্থাপন করে না । ১৯৯ । অনন্তর তাহাদের -بی-تی------- بسیج مس-۰ - ۰ = " I * -somosom is , , , or، م. -------------- - - - - -- - سانتیمتح---س + ، - -سن-سن নার জন্য এই সুরাতে বিবৃত করিলেন এবং এভদ্বারা মিথ্যাবাদী কোরেশদিগকেও ভয় দেখাইলেন যে, যে মণ্ডলী প্রেরিত পুরুষদিগকে অপবাদ গ্রস্ত করিয়াছে, তাহারাঠ শাস্তিপ্রাপ্ত হইয়াছে। অতএব তোমাদিগকেও সেই আচরণের জন্য শাস্তি পাইতে হইবে । ( ভ, হে, )

  • কথিত আছে যে আরবের পৌত্তলিকগণ কোন কঠিন ল্যাপার উপস্থিত হঠলে এস্রায়িল বংশীয় পণ্ডিতদিগের নিকটে আগমন করিত, ও ভাস্কার যাহা বলিত তাহা গ্রাহ করিত এবং সেই কথাকে প্রমাণ বলিয়। জানিত । ঈশ্বর বলিSSBBBB B BBBBBB BBSBSS BB B BB BB BBS BB BBBBB BBB BBD ব। জ্ঞানী লোকদিগের সাক্ষ্যভার কোন প্রমাণ প্রদর্শন করিতে পারে নী যাহা কাফেরদিগের বিশ্বাসের কারণ হয় ? (ত, হে, )

+ অর্থাৎ যদি আমি কোরাণকে আজমী ভাষায় আজমী লোকদিগের নিকটে অবতারণ করিতাম তবে অরণের কাফেরগণ তাহ বিশ্বাস করিত না, তাহার বলিভ অমর। ইহার অর্থ কিছুই হৃদয়ঙ্গম করিতে পারিতেছি না । (ত, হে, )