পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা নমূল । *:: এই প্রকার করে । ৩৪ । এবং নিশ্চয় আমি তাছাদের নিকটে উপঢৌকন সহ দূতের প্রেরয়িত্রী, অনন্তর দূতগণ কি লইয়া ফিরিয়া আইসে তাহার দৃষ্টিকারিণী”। ৩৫ অনন্তর যখন (দূত ) সোলয়মানের নিকটে উপস্থিত হইল তখন (সোলয়মান ) বলিল “ ধন দ্বারা তোমরা কি আমার সাহায্য করিতেছ? যাহা তোমাদিগকে দান করিয়াছেন ঈশ্বর তদপেক্ষা অধিক আমাকে দিয়াছেন, বরং তোমরা আপন উপটৌকনে সন্তুষ্ট থাক * । ৩৬ । তুমি তাহাদের নিকটে যাও, নিশ্চয় আমি সেই সৈন্যবৃন্দ তাহাদের উপরে আনয়ন করিব, যাহার সম্মুখীন হওয়া

  • -oo-oo on...ao
  • কথিত আছে যে বলকিস্ নারীবেশে সুসজ্জিত পাঁচ শত দাস ও পুরুষবেশ শোভিত পাঁচ শত দাসী ও সহস্র খণ্ড সুবর্ণশিল, এবং মাণিক্য খচিত এক মুকুট ও মৃগনাভি ও অন্য উৎকৃষ্ট সুগন্ধি দ্রব্য এবং একটা মুক্ত। পূর্ণ কৌট এবং একটি অভিদ্ধ মুক্ত ও বক্রভিদ্ধ একটি কপর্দক উপহারস্বরূপ মঞ্জর নামক এক প্রধান রাজকৰ্ম্মচারীর সঙ্গে পাঠান এবং অপর অনেক প্রধান পূরুষকে তাহার সঙ্গে গমনে নিযুক্ত করেন, এবং মঞ্জরকে বলেন যে "তুমি ভালরূপ দৃষ্টি করিয়া দেখিও, যদি সোলয়মান তোমার প্রতি ক্রোধনয়নে নিরীক্ষণ করেন তবে তিনি বাদশা, যদি সহাস্য প্রসন্নভাবে তোমার সঙ্গে কথা বলেন তবে তিনি প্রেরিত পুরুষ । উাহার প্রেরিতত্বের জন্য প্রমাণ এই যে কাহর দাস কাহারা দাসী তিনি ঠিক করিয়া উঠিতে পারিবেন না, অভিন্ধ মুক্তাকে ভিদ্ধ করিবেন ও বক্রভিদ্ধ কপর্দকে স্বত্র সংলগ্ন করেন।” অনম্ভর ডাহার এই সকল উপঢৌকন সহ যাত্রা করে । হোদ হোদ এই বৃত্তাক্ত সোলয়মানফে জ্ঞাপন করিলে, সোলয়মান দৈত্যদিগের যোগে আগণ্য সুবর্ণ ও রজতময় শিল প্রস্তুত করিয়া দীঘে প্রায় বিশ মাইল প্রান্তর আচ্ছাगन करद्रन, भबन छ*श्डि इहेtश उंशत्र नcत्र गहन बगन क*****न करजब, ७दर छोशत्र गम्नाञ्च खेशtप्नोकन ब्रिाहेब cगन, अडिक इडप्रै डिक এবং কপর্দকে স্বত্র সংলগ্ন করেন । এবং আপন দাস দাসীদিগকে মঞ্জর ও তাহার गको णित्र भविष्र्याब बिग्रुख् बाtभम। डाशएउहे रे अबिड अबडो' र (७, १९)