পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१6२. w কোরাণ শরিফ । তাহাদের ঘটিবে না, আমরা তথা হইতে তাহাদিগকে দুর্দশাপন্নরূপে বাহির করিব এবং তাহারা অধম হইবে । ৩৭ । সে (সোলয়মান ) বলিল “হে প্রধান পুরুষগণ, তাছারা মোসলমান হইয়া আমার নিকটে আসিবার পূর্বে তোমাদের কে তাহার সিংহাসন আমার সন্নিধানে আনয়ন করিবে ?” ৩৮ ৷ দৈতাদিগের এক দৈত্য বলিল “তোমার আপন স্থান হইতে উঠিবার পূৰ্ব্বে আমি তাহা তোমার নিকটে আনয়ন করিব, নিশ্চয় আমি তৎসম্বন্ধে বিশ্বস্ত ক্ষমতাশালী” ।৩৯। যাহার গ্রস্থে জ্ঞান ছিল এমন এক ব্যক্তি বলিল “তোমার দৃষ্টি তোমার দিকে ফিরিয়া আসিবার পূৰ্ব্বে यांगि তাহা তোমার নিকটে লইয়া আসিব, অনন্তর যখন সে ( সোলয়মান) আপনার নিকটে তাহাকে স্থির দেখিল তখন বলিল “ইহা আমার প্রতিপালকের দয়াতেই হয় যে আমাকে তিনি পরীক্ষা করিতেছেন যে কৃতজ্ঞ না কৃতঘ্ন হই, এবং যে ব্যক্তি কৃতজ্ঞ হয়, আনস্তর সে আপন জীবনের জন্য কৃতজ্ঞ হইয়া থাকে ইহা বৈ নহে, যে ব্যক্তি কৃতঘ্ন হয় তবে নিশ্চয় আমার প্রতিপালক নিষ্কাম অমুগ্রহকারী” । ৪০ । সে বলিল “তাহার ( বলকিসের ) জন্য তাহার সিংহাসনকে অপরিচিত কর, দেখি সে পথ প্রাপ্ত হয় কিনা, অথবা যাহারা পথ প্রাপ্ত হয় না, সে তাহাদের একজন হয় * ॥৪১৷অনস্তর যখন (বলকিস) আগমন করিল তখন বলা হইল “এই রূপ তোমার সিংহাসন?” সে বলিল “যেন এ তাহাই, এবং আমাদিগকে ইহার পূৰ্ব্বেই (সোলয়মানের সম্বন্ধে) জ্ঞান প্রদত্ত হইয়াছে, ও আমরা মোসলমান আছি”। ৪২। এবং ঈশ্বরকে ছাড়িয়া সে যাহার • অর্থাৎ সিংহাসনের আকৃতি ও গঠনের এরূপ भब्रिव#न कब, षषी, काशन উপরি ভাগকে নিয়ভাগ অগ্রভাগকে পশ্চাদ্ভাগ করির ক্ষেল । তাছার বর্ণ মণি मूख्गनिद्र बाङTज़ कब्र ! tफ, cश, ) F