পাতা:প্রেমের পরীক্ষা.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তমাংশ । WoGo শুভ্র-কিবণে এই হৃদয়-কমল ধীরে ধীবে বিকশিত “ হইয়া উঠিয়াছে, তাহাদেব মুখ যে না ছা হিন্ত, তাহার তুল্য পাপী কে ? এতদিনে ভ্রান্তি বুঝিস্বাছি । তাই আজি মাতৃ-দেবীর চরণ তুলে ਅਿ, হইয়া, অনুতাপের অনলে, নয়নের জলে, এই পাপেব প্রায়শ্চিত্ত করিতে চলিয়াছি "এতুদিনের পর, প্রত্যাগত সন্তানের সমস্ত অপবাখ মার্জনা' করিয়া আবাব কি ভুমি ক্রোন্ডে লইবে, মা ? –કરે হতভাগ্য কি আবার তোমাব স্ত্রচরণসেবা "কবিতে পাইবে ? তুমি যে পথ দেখাইয়া দিয়াছিলে, আমি মূখত-বশতঃ যাহা অবজ্ঞা করিয়া আসিয়াছি, •আবাব কি তথায় বিচরণ করিতে পাইব? তুমি আশীৰ্ব্বাদুকরিও—তুমি আবার সেই শিক্ষা দিও, আজাব বহুল বিলম্ব হইয়া পড়িলেও, তোমাব করুণার উপর, তোমাব প্রদত্ত শিক্ষার উপর, নির্ভব করিয়া, এই জীবন গত অমৃষ্ঠের কৰ্ম্মসমুদ্র অনায়াসেই উৰ্ত্তীর্ণ হইতে পাবিব।