পাতা:প্রেমের পরীক্ষা.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টমাংশ । > এই ত অামাব স্বদেশ, স্বভূমি, মাতৃভূমি ,—এই ত সেই জন্মভূমি-রূপিণী জননী অামাব । বহুকালেব পর তোমাকে দর্শন কবিয়া হৃদয়-দেশ কি সুশীতল শাস্তি-বসে উচ্ছসিত হইয়। উঠিতেছে । অপহৃভ বত্ন পুনঃ-প্রাপ্ত হুইলে, লোকেব যেরূপ আনদেব সীমা থাকে না, সেইরূপ এই চতুর্দিকস্ত । পদার্থরাজি আমাকে দেখিয়া আজ যেন কি নূতনতব সাজে সজ্জিত হইয়া উঠিয়াছে --হে বিহঙ্গকুল । তোমবা কি এতদিন এই হতভাগ্যেৰ বিরহে একবারে নীরব হইয়াছিলে ? তাই কি আজ অকস্মাৎ দর্শন পাইয়া, সযত্ন-সঞ্চিত বহু দিনেব সঙ্গীতগুলি গাহিয়া শেষ করিতে পারিতেছ না?—হে উদ্যানসংস্থিত, স্নেহ-লালিত লতা