পাতা:প্রেমের পরীক্ষা.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ প্রেমের পরীক্ষা । আসিল ; আজিও যে আমব তোমার সাক্ষাৎকাব লাভ কবিতে পাবিলাম না –হায়, তুমি মুখ । কোথায তুমি, কিলে তুমি, কেমন তুমি ? হায, তুমি সুখ । Κιμ ૨ জীবনেব এই দ্বাবিংশতি বর্ষ কাটিয়া বাইতেছে । এতাবৎকাল কেবল জ্ঞানচর্চাই কবিযাছি। সাহিত্য-ইতিহাস, বিজ্ঞান-দশন, জ্যোতিষ-অঙ্কশাস্ত্র প্রভৃতি একে একে সকলেবই আস্বাদ গ্রহণ কবিযাছি । কিন্তু মনুষ্য-জন্মের চরম লক্ষ্য যে সুখ, তাহাত পাইলাম না । প্রাণেব ভিতর একটা মৰ্ম্মাস্তিক অভাব প্রতিনিয়তই অনুভব কবিতেছি । শয়নে-ভোজনে, ভ্রমণে-উপবেশনে, কিছুতেই শান্তিলাভ করিতে পাবিতেছি না। কখনও কখনও বিষয়-বি েষে বিমোহিত হইয়া কিছুকাল যেন স্বচ্ছন্দে কাটিয়া যায় , এই বিশ্বের চারিদিকেই গ্লেন পূর্ণতার প্রতিবিম্ব প্রতিফলিত দেখিতে পাই।