পাতা:প্রেমের পরীক্ষা.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থাংশ। கம்பர்டிற்சி -

আজি কালি বোধ হইতেছে, যেন প্রথম প্রণযে মস্ততাব অংশ বাটিয গিম, তাহাব স্থল একপ্রকাব প্রগাঢ়তা ও গাম্ভীৰ্য আদিয়া উপস্থিত হইয়াছে। এখন আর তাহাব সংস্পর্শে বিদ্যুচ্চকিতৰং চমকিয় উঠি না । সে যে এক সমযে আমrব ছিল না, তুই জনেব কেহই । কাগকে চিনিতাম না , এখন যেন সে কথা ভুলিব গিযাছি । যাহাদিগকে জন্ম বি দেখিযা আসিতেছি, যাহাপ৷ আমীর জীবনেব সহিত সহস্ৰ বন্ধনে সম্বন্ধ, সে যেন তাহীদেৰই একজন । সে এখন আসৈ, বসে, হাসে, কথা কয়, চলিযা যাস , কিন্তু, পূৰ্ব্বেব স্যায বাষ্পীয়-পোতোংক্ষিপ্ত বিশাল তরঙ্গমালাব মত, একটা উচ্ছাস অাব