পাতা:ঝঙ্কার - সুরেন্দ্রকৃষ্ণ গুপ্ত.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ঝঙ্কার।
একটী তারা।

আঁধার গগনে কত তারা ফোটে—
তার চেয়ে দেখে—
মম প্রাণ পোরে।
থাকি তারা পানে, চেয়ে প্রাণ ভোরে—
বুঝি হাসে তারা মোর রঙ্গ দেখে!
হাস্‌ তারা, আমি চাইনে তোরে—
মম প্রাণ কাঁদে!
হাসি হাসি, বড় ভালবাসি, তাই কাছে আসি,—