পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাসী-কাৰ্ত্তিক, ১৩৩৬ ।। २sं खांशं, २च ं) কোম্পানীতে আসে, তখন তার গোফের সবে মাত্র রেখা দিয়েছিল। তার খুড়ে, বুড়ো ম্যাকফালন এই কোম্পানীর অংশীদার –সুযোগ্য ভাইপোর অদৃষ্টে বিলেতের মাটিতে যখন দানাপানি মিললো না, তখন তাকে, বন্ধু ম্যাকিনটশের ওপর ভার দিয়ে সে পাঠিয়ে দিলে বাংলার চির-উৰ্ব্বর ক্ষেত্রে। সেখানে গোফের রেখারই মূল্য হ’ল পাচশো টাকা। জাজ ছয় বৎসরে সে-রেখা যে শুধু পরিপূর্ণতা লাভ করেছে তা নয়, ছ কুল ছাপাবার মত করেছে। মূল্যও বেড়ে পৌছেছে জাটশয়। গোফের পূর্ণতার সঙ্গে সঙ্গে তার মালিকের কতকগুলি এমনি অভ্যাস সঞ্চিত হয়ে উঠেছিল, যার দাম মোটেই কম নয়, এবং যা ঐ আটশ' টাকার ভেতর সব সময় কুলিয়ে ওঠা সম্ভব হ’ত না। স্বতরাং সেবার যখন ম্যাকফালনের হাত-দিয়ে কোম্পানীর মোটা একটা চা রপ্তানী হ’ল আর সেই স্বযোগে বহু টাকার চলাচল হ’ল, তখন তার বিরাট হিলাবের মধ্যে এক হাজার টাকার মিল জার কিছুতেই করা গেল না। রমেন সেই কথা জানিয়ে বড়-সাহেবকে রিপোর্ট দিলে। বড়-সাহেব ছোট-সাহেবের কাছ থেকে তার কৈফিয়ৎ তলব করে পাঠালে। , সেদিন আপিসে যেতেই ছোট-সাহেবের কাছ থেকে জরুরি তলব এলো। রমেন গিয়ে ছোট-সাহেবের মুখের ষে ভাব দেখলে, তাকে কিছুতেই প্রণয় বলা চলে না । তীব্ৰকণ্ঠে ছোট-সাহেব বললে,—এ রিপোর্ট ভূমি বড়সাহেবকে দিলে কেন ? রমেন বললে,—আমার ডিউটি ষে স্তর। হাজার টাকার গরমিল, রিপোর্ট না দিয়ে উপায় কি ? —আমাকে দেখালে না কেন ? -चां★नां८क cनथॉन ७ निब्बभ नग्न । -निश्चय नङ्ग-निद्रम नग्न, छांब्रि निबध-यांन्न-eब्रांना এসেছেন-বলে ছোট-সাহেব তাকে অত্যন্ত অকথ্য গালি দিলে। রমেন তার দিকে সোজা চেয়ে বললে,-চাকুরি করতে এসেছি, সাহেব, গালাগালি খেতে নয়। ও আমি বরদাস্ত করব না বলে দিচ্ছি— —করবে না 7 বলার সঙ্গে সঙ্গেই প্রবল এক মুষ্ট্যাঘাত এসে রমেনের চোখের পাশে পড়ে জায়গাটা একেবারে কালো করে দিলে। ভেবে দেখলে বোধ করি রমেন কিছুতেই এ কাজ করতে পারতো না, কিন্তু সেই অত্যন্ত আকস্মিক ও প্রবল উত্তেজনার মুহূর্তে, সে নিজেকে সামলাতে না পেরে প্রত্যুত্তরে যে আঘাত করলে তাতে সাহেবের নাক দিয়ে ঝর-ঝর করে রক্ত পড়তে লাগলে । আপিসের ভেতর এমনি কাও ; বড়-সাহেবের কাছে খবর পৌছতে দেরী হ’ল না। তিনি এসে ব্যাপার দেখে বোধ করি স্তম্ভিতই হলেন। সকল কথা শুনে রমেনকে বললেন,—তোমার যে দোষ নেই, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু তোমার এ আপিসে আর থাকা চলবে না বাৰু— রমেন বিস্থিত হয়ে বললে,—দোষ নেই, তবুও ? —তবুও। স্পষ্টই বোঝা যাচ্ছে যে মিঃ ম্যাকৃফাসন আর তোমার এক আপিসে থাকা অতঃপর অসম্ভব । মিঃ ম্যাকফাসনকে ছাড়া চলবে না, কেন-না সে আমার অংশীদারের লোক। স্বতরাং যেতে হবে তোমাকেই। দুঃখের কথা কিন্তু খুব স্পষ্ট—বোঝার কোন গোল হতে পারে না। দোষ নেই বলেই বরং একমাসের দয়মাহ বোনাস পাবে, কিন্তু কাল আর তুমি এলো না, আজ চার্জ বুঝিয়ে দিয়ে যাবে। रे চোখের কাছে প্রকাও কালশিরার দাগ নিয়ে রমেন শুক মুখে বাড়ী ফিরতেই স্বষম চেচিয়ে উঠল, বললে, —এ কি কাও, কি হ’য়েছে তোমার ? ब्रायन ब्रांन-यू१ फेख्द्र क्रिण,-कां७ ७क्वांट्द्र हुझांड, ওটা ছোট-সাহেবের ঘূষির চিহ্ন। ততক্ষণে একটা জল-স্তাকড়া এনে লাগাতে লাগাতে शुषब बगळण,-4ायन उ कषमe सनिनि-७८क्वांटब cयद्ब्र ফেলেছিল আর কি !