পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বঙ্কিমচন্দ্রের পত্রাবলী 있에 পূর্ণ বক্তৃতা দিবার অধিকার আমার আছে। এই মানসিক কসরৎটি ভবিষ্যতের জন্য রাখিয় দিলাম। 'চুয়া’র আগু আমার মানহানি করিতেছে। প্রথমত, আমার স্বাস্থ্য ভাল নাই, যদিও চুয়ায় প্রস্তত সন্দেশ ও অন্যবিধ অখাদ্যগুলির প্রতি সৰ্ব্বদাই স্ববিচার করিয়া আসিয়াছি। দ্বিতীয়ত, রাজকোষ পূর্ণ করিবার চেষ্টায় প্রকৃত রাজভক্তের মত রাষ্ট্র-সেবা করিতেছি, যাহাডে সরকার বাহাদুর করদাতা জনসাধারণের উন্নতি বিধানকল্পে জাগুর ব্যারাক পুনর্গঠন ও অন্যান্ত নানাবিধ জমকাল ধরণের কৌতুকামোদে সময় কাটাইবার অবসর পান। হতভাগা দেশীয় লোকের টাকার দরকার কি ? সরকারী তহবিলে তাহারা সৰ্ব্বস্ব প্রদান করুক। তাহা হইলেই বাসের অযোগ্য ব্যারাক প্রভৃতি নিৰ্ম্মাণ এবং জাঞ্জিবারে দাসত্ব প্রথা নিবারণ করিয়া সরকার তাহাদের অসীম উপকার সাধন করিবেন । দেখিতেছ ত আমার কাজ খাটি লোকহিতৈষণ। এই যে বিলাস-সামগ্রী, এ ত প্রজাদের নিজেদের হি তার্থেই । বাহিরের লোক তোমরা ইহার ঘথোচিত গুণগ্রহণ করিতে পারিতেছ না । ‘মুখার্জিস ম্যাগাজিন এমনই জাকজমকে চলিতেছে যে, আমি ভাবিলাম বুঝি আমার সামান্ত সাহায্যের আর দরকার নাই। কিন্তু তোমার যখন ইচ্ছা যে, তোমার ঐ নম্বনে মন্দার এবং পারিজাতের পার্শ্বে (কবিত্ত্ব ক্ষমা কর) কৰ্কশ এবং নির্গন্ধ ধুতুরাও ফুটিবে, তখন তোমার সে ইচ্ছা কেন-না চরিতার্থ হইবে। কি লিখি বল দেখি ? গল্প ? দেখিতেছি ও-বস্তু তোমার প্রচুর আছে। "ভূবনেশ্বরীর মত ধারাবাহিক একটি গল্প [ রাসবিহারী বই লিখিত ] একখানি সাময়িক পত্রের পক্ষে যথেষ্ট । সমালোচনা লিখিব না কি ? রাজনীতিতে হাত দিব না । দিলে ‘মুখার্জি'র বিরুদ্ধে এংলো-স্যাক্সনীয় ক্রোধ যে উদ্দীপিত করিয়া তুলিব, তা নিশ্চয়। তাই বঙ্গদর্শনে রাজনীতির আলোচনা এত অল্প। এ-ও নয় ও ও নয় এমন হালকা নক্সার মত জিনিষ পাঠাইব কি ? অর্থহীন রচনা কিছু চাও কি ? ঐ ধরণের বহুমূল্য মাল যথেষ্ট পরিমাণে প্রস্তুত করিতে পারি। ---مستمعينهم سمحومخيه ستصعد - - عد = চিঠিতে যেরূপ দীর্ঘ ক্ষমাপ্রার্থনা জুড়িয়া দিয়াছ, দেখিলে মনে হয় পূৰ্ব্বে বুঝি বা নরহত্য, চৌধ্য ও সতীস্থাপহবণের মিথ্যা অভিযোগে আমাকে অভিযুক্ত করিয়া আসিতেছিলে। তুমি বিজ্ঞজনোচিত কথাই বলিয়াছিলে, আর সেগুলি ভাল কথা । তার জন্ত ক্ষমা প্রার্থনা অবিশুক বলিয়া মনে করি না । তোমার পত্রিকার পরবর্তী সংখ্যা কবে বাfহর করিতেছ? জানুয়ারীর শেষে বোধ হয়। এই চিঠি তোমাকে যথারীতি থোসমেজাজী দেখিবে আশা করি। আন্তরিকভাবে তোমারই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহরমপুর এই ভাগুয়ারী - চ - প্রিয় শম্ভু, তোমার ও তোমার পত্রিকার "শুভ নব । করি। আমি তোমার জন্য কিছু লিখিতে ব - x; ; বাস্তবিকই লেখা প্রস্তুত। পূৰ্ব্বেই তোমার - : , যাইত । দু’একখানি বই মিলাইয়া দেখা দর অপেক্ষা করিতে বাধ্য হইয়াছি । জাগুয়ারীর মধ্যভাগে যদি পরের সংগ্য। ন. . , তবে তৎপরবত্তী সংখ্যার জন্য আমাকে অপেশ i - “ থাকিতে হইবে। * Confessionio [ xfoubæ-fafo The or fessions of a Young Bengall, or cow is বসাইয়ু দিও না। ক্যাম্পবেল ( ছোটলাট ) ক্ষা : - (সেক্রেটারী) আমার সম্বন্ধে এতটাই জানে যে, উঃ . এই অতুতাপীটিকে টপ করিয়া চিনিয়া লইতে কষ্ট হইরে না। চিনিলে আমাকে যে ফাসী দিবে তা নয়, তবে তাহা বেশ উপাদেয় হইবে না। “ভুবনেশ্বরী যতদিন না পথ ছাড়িয়া দেয়, ‘মুখার্জি'র জন্য অভিপ্রেত আমার গল্পটি ততদিন পর্য্যস্ত অপেক্ষ। বরক ; ভুবনেশ্বরীর সেই পরিসমাপ্তি আমি অবহু কামনা করি না। আশা করি শাস্তিতে আছ । च्षांख्६ि रुडां★द uउोभांद्रहे বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

=