পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8૨ [ ২৯শ ভাগ, ২য় খণ্ড --- - আমারও তো বয়স কম হয় নি, কিন্তু দশ হাতের মধ্যে অচেনা লোক দেশলে এখনও মুখ শুকিয়ে যায়।” বাণীর মা বলিলেন, “ওটা কি জানেন ভাই, দায়ে পড়লে সাহস করতেই হয়। আপনার চিরকাল আত্মীয়স্বজনের মধ্যে থেকেছেন, ভয় পাবার কোনো কারণই আপনাদের ঘটে নি। আমাদের অল্পবয়সেই বিদেশে আসতে হ’য়েছিল, আগলাবার কেউই ছিল না। আর রেঞ্জনের ধ। সব বাড়ী ! এক এক বাড়ীতে ছত্রিশ জাতের - , কাঠের তক্ত দিয়ে শুধু তফাৎ করা । তার ভিতর চোর, জোচ্চোর, গীটকাটা, ডাকাত সবই থাকতে পারে। সারাদিন তো পুরুষমানুষরা বাইরেই ঘোরে টাকার খোজে, নিজেদের সাহসের উপর নির্ভর করে মেয়েদের একলাই থাকতে হয় । কতবার বর্ষ। ফিরিঙ্গীর সঙ্গে ঝগড়া হয়ে গেছে, কৰ্ত্ত বাড়ী নেই, নিজেই গলা জাহির করে জিততে হয়েছে। দেশের মত ঘোমটায় ঢাকা কনে-বউ হয়ে থাকলে কি এ সব প্রবাসী - অগ্রহায়ণ, ১৩৩৬ জায়গায় চলে ? কথায় বলে মগের মুল্লুক। এখানে চাকরে শুদ্ধ কথায় কথায় মনিবের গলায় ছুরি দেয়।” ইন্দু বলিল, “ভবেই হয়েছে। খুব তো আপনি বলে দিলেন। আমি তো ভয়েই মরে থাক্ব দেখছি। দেশ ছেড়ে এমন জায়াগায় সব ম’তে আসে কেন ?” নগেনবাবুর স্ত্রী বলিলেন, “আপনার আবার ভাবন ! মস্ত বাড়ীতে দুগণ্ডা চাকর নিয়ে থাকবেন।” ইন্দু বলিল, "চাকরাও তো ভাল নয় বলছেন।” বাণীর মা বলিলেন, "সবাই কি আর একরকম ? ওর মধ্যে ভালোও আছে । আপনার দাদার ওখানে দরোয়নি, মালী—এগুলো অনেক দিনের পুরণে, তাদের উপর বেশ বিশ্বাস কর; যায় ।” ইন্দু হাসিয়। বলিল, “বিশ্বাস না করে যখন উপায় নেই, তপন বিশ্বাস করতেই হবে।” ( ক্রমশ: ) কাশী বিশ্ববিদ্যালয়ের মহিলা বিদ্যাপীঠ বোম্বাইয়ের শেঠ মূলরাজ খাটা ও এবং তাহার দুই ভ্রাতু-পুত্র শেঠ ত্রিক দাস ও শেঠ গোৰ্দ্ধন দাস গাটাও তিনজনে মিলিয়া হিন্দুবিশ্ববিদ্যালয়ে একটি মহিল৷ বিদ্যাপীঠ স্থাপনের উদ্দেশ্যে আড়াই লক্ষ টাকা দান করেন। টাকা লইয়। কিছুদিন কিছু গোলমাল চলে— এই অবসরে স্বর সমেত সেই টাকা দুই লক্ষ চেীরশী হাজারে দাড়ায়। তাছার টাকা দান করিবার সময় এই কম্বুটি সর্চ করেন— ১। চৌরাশী হাজার টাকা ইমারং ইত্যাদিতে ব্যয় হইবে ও বাকী দুই লক্ষ টাকার একটি স্থায়ী ফণ্ডের স্বদ হইতে কলেজের সমস্ত ব্যয় নির্বাহ হইবে। ২ । কলেজের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হইবে ও ছাত্রীনিবাসে ব্যয়ের জন্ত ছাত্রীদের নিকট হইতে কোনও 1 + چه موسوم بومی بهیه به ایسه باس-خم--------- ৩। এই মহিলা বিদ্যাপীঠট সম্পূর্ণ নারীদের দ্বার পরিচালিত হইবে এবং ইহাতে পুরুষদের প্রবেশাধিকার থাকিবে না । লক্ষাধিক টাকা ব্যয় করিয়া এই কলেজ-গৃহ প্রস্তুত इहेग्राप्छ, बोको प्लेको छभ। आँप्छ । ऊशब्रद्दे श्न झ्ड्रेएड কলেজের ও ছাত্রীনিবাসের সকল ব্যয় নিৰ্ব্বাহ হয়। এই श्न भाभिक इयांच्न झैोकाङ्ग किष्ट्र क्ष-द्देश्। झोप्ल| কলেজের বা ছাত্রীনিবাসের আর কোনও আয় নাই। হিন্দু-বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথেই যাট বিঘার উপর জমি ঘিরিয়া তাহার মধ্যে মেয়েদের কলেজ নিৰ্ম্মিত হইয়াছে। কলেজ বাড়ীটি সম্প্রতি ৰিডল। একতলাতে একশত ছাত্রীর থাকিবার ব্যবস্থা আছে এবং দোতলায় 零s硕西烹t项弯西们