পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী বিশ্ববিদ্যালয়ের মহিলা বিদ্যাপীঠ • -1: . . ." - جعه --عم عممة قـك سسكا ختسہ۔--سید سہ ۔ --محم--۔ איי דיי". কাণী বিশ্ববিদ্যালয়ের মছিল বিদ্যাপীঠ—শিক্ষয়িত্রী ও ছাত্রীবুল্প ছাত্রীসংখ্যা—হিন্দু-বিশ্ববিদ্যালয়ে ছাত্রীসংখ্যা বর্তমান চল্লিশ । প্রথম বাধিক শ্রেণী ( আর্টস ) দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম शृत्रै त्रांझेन 29 তাহার মধ্যে বাঙালী ১৩, হিন্দুস্থানী ও বিহারী ১২, পাঞ্জাবী এ, মারাঠি ও গুজরাট ৬, মাদ্রাজী ২, আসামী ২। ইহাদের মধ্যে ৭টি সধব, ৬টি বিধবা ও তিনজনের ছেলেমেয়ে अicझ । দুটি ছাত্রী তাহাঁদের কস্তাদের লইয়াই ছাত্রীনিবাসে থাকেন ও পড়াশুনা করেন ।

বিজ্ঞান ১ Y

মেয়েদের কলেজে বর্তমান কেবল আর্টস বিভাগের প্রথম ও দ্বিতীয় বাধিক শ্রেণী খোলা হইয়াছে । বাকী ছাত্রীর ও ইণ্টারমীডিয়েট বিজ্ঞানের ছাত্রীর। হিন্দু কলেজে ছাত্রদের সহিত পড়াশুনা করেন । কলেজের হাতায় মেয়েদের টেনিস, ব্যাডমিণ্টন ও বাস্কেট-বল খেলিব'র ব্যবস্থা আছে। তা ছাড়া মেয়ের বিশ্ববিদ্যালয়ের দুই বর্গ মাইল পরিমিত প্রশস্ত স্থানের ভিতরে যেখানে ইচ্ছা বেড়াইতে পারেন। পণ্ডিত মদনমোহন মালবীয়ের ইচ্ছা আছে, যে, কলেজের আরও কিছু আয় বাড়িলে মেয়েদের জন্ত হাতার ভিতরে সাতার, ঘোড়ায় চড়া ও বন্দুক ছোড়া ইত্যাদি শিক্ষার ব্যবস্থা করিবেন । হাতার ভিতর তাহার জন্য স্থান রাখা হইয়াছে। মেয়েদিগকে শারীরিক স্বাস্থ্য ও পর্তা লাভের জন্ত এবং আত্মরক্ষায় সমর্থ করিবার নিমিত্ত