পাতা:নীতিকণা - নারায়ণচন্দ্র বিদ্যারত্ন.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নীতিকণা।
৪৫




সসাগরা ধরা জয় করি বাহুবলে,
যশের পতাকা যেই তুলে ভূমণ্ডলে।
বীরত্বে উপমা যা’র নাহিক ধরায়,
মণির মুকুট শোভে যাহার মাথায়।
যা’র পদ শত শত নৃপতি পূজিত,
তাহাকেও হ’তে হয় কাল-কবলিত।
পরাক্রমে পৃথিবী যে করিয়াছে জয়,
মৃত্যুর নিকটে সেও পরাজিত হয়।
নয়ন মুদিলে ভবে কেবা বল কা’র?
তবে আর মিছে কেন কর অহঙ্কার?
প্রভুত্ব, বীরত্ব কিম্বা পদ, মান, ধন,
সে সকল সঙ্গে ল’য়ে যায় কোন জন?
সতত ধর্ম্মের পথে করিয়া গমন,
যাহারা সুকৃত ধন করে উপার্জ্জন।
চিরস্থায়ী তাহাদের হয় সেই ধন,
ধ্বংস নাহি হয় তা’র হ’লেও নিধন।