পাতা:গোচারণের মাঠ.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চাতক।
১৩

তখন কাতরে রব করিল চাতক;
নাড়িল চোয়াল গোপ, হইল চমক।
এক মুটি লয়ে ফের আর মুটি লয়,
চাতক ছাড়িছে গলা;—থামিবার নয়;
‘ফটীক, ফটীক জল,’ বলে বার বার,—
চাল ছোলা চিবাইতে হল তাহে ভার;
তাড়াতাড়ি থাবা থাবা খেয়ে জলপান,
ঝরণায় মুখ ধুয়ে করে জল পান,—
চীত হয়ে তরুতলে শয়ন করিল;
পরাণ ভরিয়ে রব শুনিতে লাগিল।
এক, দুই, তিন, চারি, আসি দলে দলে,
চীত হয়ে শুল সবে তরু-ছায়া-তলে;
দূর হতে হানে তীর —‘ফটীঈক জল,’
দুই কাণে পশি করে মগজ বিচল;
দূরেতে কাহার মিতা ডাকে বুঝি কারে,
চেনা গলা বটে, তবু চিনিবারে নারে;
তা না; মরা মানুষেতে (যেন) কাহারেও ডাকে,
মানুষ মরিয়া কি গা, আকাশেতে থাকে?
জটী বলি ডাকিল না?  ‘জটীই দে জল,’
জটীর নয়ন দুটি করে ছল ছল;