পাতা:গোচারণের মাঠ.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চাতক।
১৫

লাঠি লয়ে, ধেয়ে গিয়ে, ফিরাল বাছুর,
পাখীরে ডাকিয়া তবে ছাড়ি দিল সুর;—

গান।

“ওরে আকাশের পাখী—কেন চাস্ জল?
আশে পাশে জলধর (তোর) করে ঢল ঢল;
শুনিয়াছি তুই নব— ঘন বারি বিনা।
আর কোন বারি তুই পান করিবি না;
তবে কেন বার বার চাস্ তুই জল?
হিয়াতে বাজে রে, হই পরাণে বিকল;
মরা মানুষের কথা মনে পড়ে পাখী,
বিঁধ না হৃদয়ে আর বার বার ডাকি;
তোর কি জলের দুখ ও ফটীক জল!
আশে পাশে জলধর (তোর) করে ঢল ঢল।”

পাহাড়ির ঢালু গায়ে চরে গাভী পাল;
ভাগাভাগি দুই দল হইল রাখাল।
একদল কাছে থাকি, দেখিবে গোধন,
পাহাড়ে বেড়াতে চলে আর কয় জন।
হাতেতে মারিয়া তালি দৌড়িল উধাও,
আঁকা বাঁকা পথ ধরি করেছে চড়াও;