পাতা:গোচারণের মাঠ.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪
গোচারণের মাঠ।

ছাড়ায়ে আধেক মাঠ আসিছে রাখাল,
দেহে মনে বল নাই, লেগেছে বিকাল।
তখন শুনেছ গীত “(তোরা) যাবি যদি আয,
এবে সে সাহস নাই,  শুন গীত গায়;—

গান।

—‘যে যাবার সে যাউক,’ পূববীতে বলে,
‘আমি ত যাব না কভু যমুনারি জলে,’
“যমুনার জলে আমি ছায়া দেখিয়াছি,
সে অবধি যমুনার কূল ছাড়িয়াছি;
ছায়ার মায়ার বশে হই আন-মনা,
যে যাবে সে যা’ক জলে আমি ত যাব না;

সম্পূর্ণ।