পাতা:কল্যাণী - রজনীকান্ত সেন.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী । অনন্ত-দিগন্ত-ব্যাপী অনন্ত মহিমা তব । ধবনিছে অনন্ত কণ্ঠে, তানন্ত, তোমারি স্তব । কোথায় অনন্ত উচ্চে, অনন্ত তারকা গুচ্ছে. অনন্ত আকাশে তব, অনন্ত কিরণোৎসব ! অনন্ত নিয়তিবলে, বায়ু ধায়, মেঘ চলে, অনন্ত কল্লোল জলে, পুষ্পে অনন্ত সৌরভ ; অনন্ত কালের খেলা, জীবন-মরণ মেলা, হে অনন্ত, তব পানে উঠিছে অনন্ত রব ! অনন্ত স্থষমা-ভরা, অনন্ত-যৌবন ধরা, দিশি দিশি প্রচারিছে, অনন্ত কীর্তিবিভব ; তোমার অনন্ত স্বষ্টি, অনন্ত করুণাবৃষ্ট্রি, অতি ক্ষুদ্র দীন আমি, কিবা জানি কিবা কব } । বাগেশ্ৰী—আড়া ।