পাতা:কল্যাণী - রজনীকান্ত সেন.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী মা সকল, বামুন খাইয়ে সুখী, আর, আমরাই কি ভোজনে চুকি ? এই কণ্ঠ অবধি পরস্মৈপদী r লুচি পানতোয়া ঠকি । । ঐ, “সিন্দুরশোভাকরং”, আর, “কাশ্যপেয় দিবাকরং” মন্ত্রে, লক্ষনীর অঞ্জলি দেওয়ায়ে, বলি, “দক্ষিণবাক্য করং' } বড়, মজা এ ব্যাবসাটাতে, কত, কল যে মোদের হাতে ; ঐ, ফল লাভ, আর মস্ত্রের দৈর্ঘ্য, o দক্ষিণার অনুপাতে ; সাঝে, একপাড়া থেকে ধরি, জ্ঞান নাই যে বাচি কি মরি, বাড়ী বাড়ী দু’টো ফুল ফেলে দিয়ে, । দু’শো কালীপূজো করি । । タ○。