পাতা:কল্যাণী - রজনীকান্ত সেন.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী । ভাই এখন দেখ রে ভেবে, বসা কি উচিত দে’বে, । কখন টান দিয়ে নেবে, ( তার ) খেয়াল বোঝা সহজ নয় ; সে যে, কি ভেবে কখন কি করে, কেন ভাঙ্গে, কেন গড়ে, . কান্ত, তুই জীবন ভরে ভাব না, সেটা ভাবের বিষয় ! বাউলের স্বর—গড়খেমটা । সাধনার ধন | সে কি তোমার মত, আমার মত, রামার মত, শামার মত, ডালা কুলে ধামার মত, যে পথে ঘাটে দেখতে পাবে ? সে কি কলা মূলো, কুমড়ো কুঁাকুড়, বেগুন শশা, বেলের মত ? পেয়ারা আতা, তাল কি কাটাল, . আম জাম, নারিকেলের মত ? : সে কি রে মন, মুড়কী মুড়ী, মণ্ড জিলিপ কচুরী ? - যে, তাম্রখণ্ডে খরিদ হ’য়ে, উদরন্থ হয়ে যাবে ? : সে তো হাট-বাজারে বিকায় না রে, থাকে না তো গাছে ফলে, կի-- '- . . . لا وV