পাতা:কল্যাণী - রজনীকান্ত সেন.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী । কোলে কর । তামায়, ডেকে ডেকে, ফিরে গেছে মা ;– আমি শুনে ও জবাব দিলাম না ! এল, ব্যাকুল হ’য়ে “আয় বাছা” বলে,— “বাছা তোর হুঃখ আর দেখতে নারি, আয় করি কোলে ; আয় রে, মুছিয়ে দি তোর মলিন বদন, তায় রে, ঘুচিয়ে দি তোর বেদন ।” আমি, দেখলাম মায়ের ছনয়নে নীর ; মায়ের স্নেহে গ’লে, ঝর ঝর f বইছে স্তনে ক্ষীর ; “আয় রে পিয়াই বাছা পিপাসিত ” ব’লে, হাত বাড়া'য়ে পেলে না ! এখন, সন্ধ্যাবেল মায়েরে খুজি : তামায়, না পেয়ে ম৷ চ’লে গেছে, ( আর ) আসবে না বুঝি ! ম| গো, কোথা আছ কোলে কর : আমি আর লুকায়ে থাকব না । বাউলের সুর—গড় খেম্টা। N5ჯ,