পাতা:অন্তর্যামী - চিত্তরঞ্জন দাশ.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



(৪২)

এস আমার প্রাণের বঁধু! এস করুণ আঁখি!
আমার প্রাণ যে কাঁটায় ভরা, তোমায় কোথা রাখি!
প্রাণের এত কাছা-কাছি আছ তুমি চেয়ে!
তোমার ওই চোখের ছায়া আছে প্রাণ ছেয়ে!
একটু খানি দাঁড়াও তবে, কাঁটা তুলি দিব!
তোমার তরে কোমল ক’রে প্রাণ বিছাইব!
এস আমার কোমল প্রাণ! এস করুণ আঁখি!
কাঁটা তোলা প্রাণের মাঝে আজ তোমারে রাখি!

৪১