পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাকুরী-জীবন ్సటి, অনুষ্ঠান হয়। পরবর্তী ৭ই জুলাই তারিখের সোমপ্রকাশে এই সভার যে-বিবরণ মুদ্রিত হয়, তাহাতে প্রকাশ — খানাকুল কৃষ্ণনগবের সংস্কৃত ইংরাজী বিদ্যালয় - শ্ৰীযুক্ত রামগোবিন্দ তর্কালঙ্কার সভাপতির আসন গ্রহণ করিলে পৰ স্ক্রযুক্ত প্রসন্নকুমার সর্বাধিকারী নিম্নলিখিত বিজ্ঞাপন পাঠ করেন ।... এই চারি বৎসরকাল পাঠশালার সমুদায় কার্স্য আমার পিতৃঠাকুর খ্ৰীযুক্ত যমুনাথ সৰ্ব্বাধিকারী মহাশয়েব বাটতে সম্পাদিত হইয়া আসিতেছে ।--বিদ্যামন্দিরটা যে এরূপ সুগঠন ও সুগ্ৰী দেখিতেছেন জ্ঞtহ+ কেবল তাহঁর অবিশ্বাস্ত যত্ন, অক্লিষ্ট পৰিশ্রম ও অবিচলিত অধ্যবসায় বলেই সম্পাদিত হইয়াছে • আপনার ছাত্রদিগের উৎসাহ বৰ্দ্ধমাৰ্থ গত বৎসর এইরূপে সমবেত হইবার প্রায় দেড় মাস পরে শ্লযুক্ত শু্যামাচরণ গঙ্গোপাধ্যায়, বি এ প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন ।---শ্যামাচরণ বাবু শ্রাবণ মাস অবধি পৌষ মাস পর্য্যস্ত প্রধান শিক্ষকতা কর্য্যে নিযুক্ত ছিলেন ।...শুামাচরণ বাবুর গমনের পর কয়েক দিবস শ্ৰীযুক্ত বাৰু ললিতমোহন চট্টোপাধ্যায়... কৰ্ম্ম করিলে পরেই ত্রযুক্ত বাৰু কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য বি এ প্রধান শিক্ষকের পদ গ্রহণ করিয়া আমাদেব এই বিদ্যালয়ের মৃৎপৰোনাস্তি উপকার করিয়াছেন । তিনি সংস্কৃত ও ইংরেজী শাস্ত্রে যেরূপ ব্যুৎপন্ন শিক্ষাকায্যে যেরূপ আগ্রহযুক্ত ও পটু আমাদের এই বিদ্যালসের প্রতি তাহার বেরূপ স্নেহ দৃষ্টি এখানকাব ছাত্রের তাহার প্রতি যেরূপ অঙ্কুরক্ত তিনি স্বেরূপ শাস্তুস্বভাৰ ও অমায়িক তাহাতে সমুদ্রয় বিবেচনা করিলে আমাদের এই পাঠশালার পক্ষে তাহার মত আগু শিক্ষক অতি বিরল অবশুই বলিতে হুইবে । কিন্তু মুখ কি চিরস্থায়ী হয় ? জামাদের এই বিদ্যালয়ের সৌভাগ্য কি চিরকালই অব্যাহত থাকিবে ? কৃষ্ণকমল ो’ आदि 4थाप्ने धारिङ श्रोब्रिट्बम मl, छोश्राभि २०4 ठेक्काई अव%ि