পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃত্যু >} করিয়াছিল, কিন্তু তাহার জন্মগ্রামের—অভিশপ্ত হরিনাভি গ্রামের— সৌভাগ্য স্বখ মৃদুরন্থ—এক বৎসর অতীত হইতে না হইতেই তর্করত্ব মহাশয় সাংঘাতিক পীডীয় অকস্ত হইলেন । প্রায় ৬ মাস কাল উদী রোগাক্রাস্ত হইয়া অনেক কষ্ট ভোগ করিয়৷ ১২৯২ সালে ৭ই মাঘ গত ১৯এ জাকুয়ারিতে তিনটি পুত্র ও তুষ্টটি কন্য। বাথিয়া ৬৩ সংসর বয়সে ইহলোক ত্যাগ কপিয়াছেন । “স্বৰ্গীয় কবিকেশল্পী প্লামনারায়ণ তর্করত্ন”-“শিল্পপুষ্পাঞ্জলি, ১২৯২ সাল, পু ১৫৭ ৷ ১৯ জানুয়ারি ১৮৮৬ তারিখে রামনারায়ণের মৃত্যু হইলে ‘সোমপ্রকাশ যাহা লিপিয়াছিলেন, মিয়ে তাহ! উস্কৃত করা হইল - পণ্ডিত ভরামনাপায়ণ তর্করত্ন —আমরা অতি গুঃখের সহিত প্রকাশ কবিতেছি ষে সংস্কৃত শাস্বাধ্যাপক কলিকাতা সংস্কৃত কলেজের অন্যতম প্রসিদ্ধ পণ্ডিত রামনাৰায়ণ তর্করত্ব গত পুষ্ট মাখ মঙ্গলবার মানব-লীলা সম্বরণ কলিয়াছেন । ষ্টনি প্রায় ৬ মাস কাল উদরৗপোগাক্রাস্ত হইয়াfছলেন ; তর্কর নানাগুণে অলঙ্গত ছিলেন । যাহারা ইঙ্গর সহিত অল্প সমসের জন্য ও আলাপ করিয়াছিলেন তাহারা তাহার রসপূর্ণ মিষ্টালাপ কখন পিস্থত হইতে পাপ্লিবেন না। বাঙ্গালা নাটকেব ষ্টনি এক প্রকার কষ্টিকৰ্ত্তা বলিতে হক্টরে । এই জন্ত মহারাজা ষতীন্দ্রমোহন ঠাকুর মহোদয়ের প্রসিদ্ধ দেশীয় নাটক অভিনয়ের সময় ইনি একমাত্র সহায়তা কবিয়াছিলেন । ইহঁশল্প প্ৰহ্মত “কুলীন কুলসৰ্ব্বস্ব” নাটক বাঙ্গালী ভাষার প্রথম নাটক এব’ এই নাটক হইতে প্রথম প্রসিদ্ধি লাভ করেণ । এভেম্ব্যতীত তাহার রচিত অনেক নাটক আছে। “নবনাটক” “ধৰ্ম্মবিজয়” “বেণীসংস্থার” "চক্ষুদান” প্রভৃতি প্রত্যেক নাটকেই তাহার নাম এপ' মাহাত্ম্য দেদীপ্যমান রহিয়াছে। সংস্কৃত ভাষায় তিনি কাপ * অলঙ্কার বিষয়ে অতি স্থপণ্ডিত ছিলেন । কgমান সময়ে তাহার ক্ষায় সংস্কৃত