পাতা:ব্যাধি ও প্রতিকার.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दहन यांउवम् ! সখেব জলপান খাওয়া ?—শ্ৰত সোজা নহে -অত সহজে মানুষ হওয়া যায় না । † o এkলে আপত্তি উঠিতে পারে যে, “আমবা পরাধীন জাতি— দের পক্ষে জাপানীদের দ্যায় সহজে কৰ্ম্ম-ব্ৰতী হওয়া ও সাফল্য লাভ করা, সম্ভবপর নহে।” কিন্তু, এ আপত্তির কতক পরিমাণে সারবত্তা স্বীকার করিয়াও আমি জিজ্ঞাসা করিতে চাই যে, যে সকল বিভাগ কতকাংশে আমাদেরি কর্তৃত্বাধীনে রহিয়াছে, যে সকল কৰ্ম্মে আমরা এখনো কতকটা স্বাধীন, আমরা সেই সকল দিকেও কি কোন স্থায়ী উন্নতি লাভ করিতে পাবগ হইয়াছি ? আমাদেরি আয়ত্তাধীন কর্তব্যগুলি সম্বন্ধে আমরা উদাসীন রহিব ; অথচ সভা ডাকিয় বিদেশী, সহানুভূতি-হীন ইংরাজের প্রতি তীব্র ভাষায় উত্তেজিত কণ্ঠে, অজস্র দোষাবোপ কবিব,—ইহা হাস্তবর কাপুরুষতা । * আমাদের যে সকল অবগু-কৰ্ত্তব্য উন্নতিব পথে আমবা অদ্যপি উন্মুক্ত, আমি সেই সকল সম্বন্ধেই আমার এই প্রবন্ধে অনতিবিস্তৃত একটু আলোচনা কবিতে চাই। ভরসা করি—পাঠকবর্গ আমার উক্ত মতামতের মূল্য নিৰ্দ্ধাবণ করিতে বুষ্ঠিত হইবেন না। আমরা মুখ্যতঃ, এখনো অল্প-বিস্তবরূপে তিনটি ধরণে স্বাধীন মাছি। যথা— '& আত্ম-চিন্ত ।