পাতা:ব্যাধি ও প্রতিকার.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনে মাতর। ফুরবস্থ দেখিয়া ও নিষ্কৰ্ম্ম হইয়া থাকিতে পারিতাম না। আজ যে ইtাজ অভাবে আমাদের শৃগাল-কুকুরের"দুৰ্গতি হয়! ཤིན་༽དང་ কাজে হাত পাকুক, তারপর ও সবের কথা ওণবিব । - যে হতভাগ্য রোগীর পেটে চারি চামচ দুধ-বালিও সহে না তাহাব পক্ষে ঝাল-ঝোল-সমন্বিত, ঘৃত-স্ৰাবী এই মাসপলাল্লের ব্যবস্থা কে করিতে পারে ? খেয়ালে বা ঝোকের মাথায় একটা যথেচ্ছ প্রস্তাব করিলেই চলিবে না। আগে এক হইতে थांकि, cशां★iा श्, नभर्थ श्,-उ८रुझे cयन ७झे छूर्तिश् लांब्रिएश्ब्र ভার মস্তকে বহিবার কথা মুখাথে আনি। এরূপ বিস্ময়জনক, মুখ-প্রতিকর চিন্তা কবি-কল্পনাব যোগ্য হইতে পারে। কিন্তু, কৰ্ম্মীর কৰ্ম্মপ্রাণ কল্পনার মধ্যে ইহার স্থান নাই। সৰ্ব্বকৰ্ম্মে— এমনকি চিন্তা ও চীৎকাবে পর্যন্ত–সংযম না শিখিলে, ধৈর্ঘ্য ও সামঞ্জস্ত অভ্যাস না কবিলে এ দেশের কোনই কল্যাণ হইতে পরিবে না। অধুনা, এই যে পুর্ববঙ্গ হইতে "লায়ন সাকুলার' উঠিয়া গেল,—আবাব যে অমরা মাতৃনামোচ্চারণের অধিকার পাইলাম তাহার মূল কারণ কি ?—আমরা আত্ম-সন্থত হইয়া, কথঞ্চিৎ যোগ্য হইয়া, ইংরাজেব শ্রদ্ধা ও বিস্ময়ের পাত্র হইয়াছিলাম , এবং তাই, উহারা আমাদের তায্য প্রোপ্য আমাদিগকে দিতে-ইচ্ছায় হৌক বা অনিচ্ছায় হৌক-অlজ বাধ্য, হইয়াছে। శిసె আর্থিক ।