পাতা:শ্মশানের ফুল - নরেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্মশানের ফুল।

“যার কেহ নাই তার সব আছে
সমস্ত জগৎ পূর্ণ তার কাছে
তারি তরে ফুটে কুসুম গাছে।”
বিপুল এ বিশ্ব জীবজন্তুময়
তুষিতে সামান্য একটা হৃদয়
পারে কিনা পারে অলীক ভয়।
বিশাল ব্রহ্মাও সুপ্রকাণ্ড কায়
কত কি জিনিষ নিয়ত বেড়ায়
অগণ্য তারকা গগন-গায়।
ফুলে পূর্ণ তরু, লতা কিসলয়ে
ডাকিছে সদাই আনন্দ হৃদয়ে
পশু পক্ষী কীট পতঙ্গ চয়ে।
সার কেহ নাই তারি আঁখি তরে
এত কি আয়াস কষ্ট সাধ্য ক’রে
লাবণ্যে লাবণ্য অপনি ঝরে?
তারি তরে কি গো শশী সুর্য্যোদয়
নৃত্য লহরীর পারাবার ময়
তারি তরে কিগে। মলয় বয়?
উন্নত ভূধর শৃঙ্গ মনোহর
শৃঙ্গে শৃঙ্গে দেখাদেখি পরস্পর
অরণ্য কান্তার মরু সুন্দর?