পাতা:বেদবতী বা পতিপ্রাণা.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b' বেদবতী । পতিপদ বাঞ্ছা যদি কর বিনোদিনী । দেখাও সতীর আজি পরীক্ষণ জগতে । ( প্রস্থান । ) বেদশী ! ওঃ—পতিপ্রাণ আমায় ধর—ধর—ধর–ব্রহ্মশাপে হৃদয় ভষ্ম হয়ে গেল । ( মূচ্ছিত হইয়া পতন। ) லக (মেঘ-গর্জন ও বজ্রনাদ । ) বেদতী ! ( বেদশীরার মস্তক ক্রোড়ে করিয়া ) জয়জয়ন্তি—আড়াঠেকা । একিরে বিষমবাজ পড়িল হৃদিমাঝারে ! পতিপ্রাণ মরে বুঝি এইবার প্রাণে । হৃদয় অন্তর জ্বলে, ভষ্মশেষ হ’ল বলে, প্রবেশিয়া চিতানলে, জুড়াব জীবনে। পরাণ আহুতি দিব ও পদ ধরি অন্তরে । في تقعيد