পাতা:বেদবতী বা পতিপ্রাণা.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তাঙ্ক । سیمسجG(x(SC سسصے প্রথম গার্ভাঙ্ক | حسسهتمنع كيس. ( পৰ্ব্বত-বন । ) [ সুৰ্য্যের কিরণাভাস । ] (বেদবতীর ক্রোড়ে বেদশীর মূচ্ছিত । ) বেদতী— আলাইয়া—আড়াঠেকা । ফিরে যাও দিনমণি অর্ণাধারি হৃদি-গগণ । এখনি মরিবে প্রাণে অধিনীর প্রাণধন। বিকাশিলে বিভাবরী, আসিবে শমন অরি, জন্ম-শোধ ল’য়ে যাবে মম পতি ধন ; বৈধব্যদশাতে দেব পতিত হ’বে জীবন। হ। দেবাদিদেব আদিত্য ! তোমার চরণ ধ'রে মিনতি কচ্চি এ অধিনীকে শেষে অস্তিম দশায় আর ফেলো না ; হয় এখনি ফিরে যাও না হয় শত সহস্র ভান্থর তেজ-পুঞ্জ কিরণে এছার হৃদয়কে ভস্মকর।