পাতা:বেদবতী বা পতিপ্রাণা.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ বেদবতী । অশ্র ধরি দিব উপহার— ঘুচাব এ জ্বালা হায়! : ওই গর্জে জলন্ত অশনি খেলি । কপি তরাসে পরাণে মরিরে ! বনে বনে ফিরি কেমনে পোহাব একাল নিশিরে। বেদশী। এই ত এত দূর এলেম, কিন্তু কোথায় তা জনপ্রাণি ও দেখতে পেলেম না। এই যে ! ইনি কে Lসুলুই ত, তাপস বলে বোধ হ'চ্ছে । ( নিকটে গিয়া গাত্র স্পর্শ করিয়া) আপনি যেহন আমরা অতি নিরাশ্রয় ; আজ মেঘ, বড়, বৃষ্টিতে এখানে এসে পড়েছি, আমাদের রক্ষা করুন । কি কষ্ট ! প্রাণ যায়। বেদতী। নাথ ! উনি যোগ সাধন কচ্চেন ; যোগবিত্ত্ব দেবেন না । বেদশী। কে তুমি ? তাপস ! এ বিজন অরণ্যে ও কি আশ্রয় দেবে না ? সৰ্ব্ব শরীরের গ্রন্থিগুলা ভিজে, শীতে অসাঢ় হ’য়ে এল যে ! অার ক্ষণমাত্র ও যে দাড়াতে পাচ্চিনা। এইরূপে তাপস-ধৰ্ম্ম কি পালন করেন ? মাওবা । ( হঠাৎ ক্রোধ ভরে গৰ্জ্জিয়া শাপ প্রদান । ) কেরে তুৰ্ম্মতি তুই পাষণ্ড পিশাচ । জলন্ত অনলে দিলি পরাণ আহুতি । ভাঙ্গালি এ যোগ নিদ্রা । শোনরে পাতকী বাছিরিবে প্রাণ বায়ু, সমুদিত হ'লে কনক-উদয়াচলে দীপ্তদিনমণি।